
কুষ্টিয়ায় রেলগেটে ট্রেনে কাটা পড়ে পুলিশ ক্যাম্প ইনচার্জ শহীদুল ইসলাম নামে এক পুলিশ সদস্য নি’হ’ত
আজ ৩ই মে মেয়ে শুক্রবার দুপুর ১:৩০ মিনিটে কুষ্টিয়া জেলার মিরপুর কুর্শা ইউনিয়নের কাটদহচর একটি অবাধ রেলগেট পার হওয়ার সময় দুর্ঘটনা কমে মাজিরহাট ক্যাম্পিং ইন সার্চ এসআই শহীদুল ইসলাম শহীদ নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছে মোটরসাইকেল পিছনে বসে থাকা আর এক পুলিশ সদস্যকে হাসপাতালে ভর্তি করা হয়েছে তিনি বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এলাকাবাসীর সূত্রে জানা যায় প্রায় এই রেলগেটে এরকম দুর্ঘটনা ঘটে রেলগেটে এলাকাবাসীর জমেছে ।এলাকাবাসীর সূত্রে জানা যায় এসআই শহিদুল ইসলাম শহীদ অনেকদিন ধরে মাজিহাট পুলিশ ক্যাম্পে কর্মরত ছিলেন।
ভিউ: ৩০১










