
সারা দেশের ন্যায় বিভিন্ন মর্যাদায় শ্রমিক মালিক ঐক্য হই,স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি, এই শ্লোগানে মহান মে দিবস পালিত হচ্ছে গাইবান্ধায়। আজ বুধবার সকাল দশটায় জেলা শ্রম কল্যাণের উদ্যোগে গাইবান্ধায় ৱ্যালি ও সমাবেশ করেন,ৱ্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শরিফুল ইসলাম, সভাপতিত্ব করেন দেওয়ান মওদুত আহমেদ আরো উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান সহ শ্রম কল্যাণের সদস্যবৃন্দরা।
প্রধান অতিথি বলেন, আর কত দিন সইবে তোরা হাতে ধরো লাল নিশান,বছর বছর আসে যে পহেলা মে হোক শোষণের অবসান। ৯৯ বনাম একের লড়াই চলছে বহুদিন পৃথিবী জুড়ে, আরো বলেন ১৮৮৬ সালে এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রে শিকাগো শহরে মার্কেটের আট ঘন্টা কাজের দাবিতে জীবন উৎসর্গ করেছিলেন। ওই দিনে তাদের আত্মত্যাগের বিনিময়ে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল, দিবসটির এবারও প্রতিপাদ্য সামনে রেখে, শ্রমিক মালিক গরবো দেশ হবে মোদের বাংলাদেশ। দুনিয়ার মজবুত এক হও লড়াই কর পহেলা মে কে স্মরণ করো।










