
দীর্ঘ ৯২৫ দিন পর কারাগার থেকে মুক্তি পেলেন বাংলার দ্বিতীয় জাকির নায়েক মুফতি আমির হামজা
নাশকতা মামলায় গ্রেফতার হন জাকির নায়েক মুফতি আমির হামজা ৯২৫ দিন আগে কুষ্টিয়া জেলার সদর থানার পাটিকাবাড়ির নিজ বাড়ি থেকে গ্রেফতার হন মুফতি আমির হামজা দীর্ঘদিন কারাবরণ করার পরে আজ ৭ই ডিসেম্বর সকালে জামিনে মুক্তি পেয়েছেন মুফতি আমির হামজা এ খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হওয়ার পরে আলেমদের মধ্যে আনন্দ মুহূর্ত ফিরে আসে দীর্ঘ ৯২৫ দিন পর মুফতি আমির হামজা মুক্তি পাওয়ায় খুশি পুরো আলেম সমাজ আবারো দেখা মিলবে ওয়াজের মাঠে বিশিষ্ট আলোচক বাংলার দ্বিতীয় জাকির নায়েক মুফতি আমির হামজা জানা যায় কাশিমপুর কারাগার থেকে তিনি আজ সকালেই মুক্তি পেয়েছেন শুধু আলেম সমাজই খুশি নয় খুশি পুরো মুসলমান জাতি আবারো দেখা মিলবে মুফতি আমির হামজাকে ওয়াজের মাঠে কথা বলবে কোরআন ও হাদিস থেকে এ যেন কোরআনের পাখি মুক্তি পাওয়ার মতো উল্লাস পুরো সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক জুড়ে










