
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি এইচ, এম ইব্রাহিমের নেতৃত্বে গতকাল সারাদিন নেতাকর্মীদের নিয়ে রামনারায়নপুরে মতবিনিময় করেন আলী তাহের ইভূ।
আসন্ন (২১/৫/২০২৪) তারিখ চাটখিল উপজেলা নির্বাচন। আসন্ন উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে গতকাল (১২/৫/২০২৪) তারিখ সারাদিন ব্যাপী ২নং রামনারায়নপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ডে মতবিনিময় সভা করেছেন ঊড়োজাহাজ মার্কায় চাটখিল উপজেলা ভাইস-চেয়ারম্যান পদ প্রার্থী এইচ,এম আলী তাহের ইভূ। এলাকাবাসী জানান ইভু ভালো লোক আমরা বিপদে তাকে পাশে পাই, এবং বিগত সময়ে আমরা তাঁকে সাহায্য করেছি এবারও করবো ইনশাআল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন হারুন অর রশিদ বাহার চেয়ারম্যান ২ নং রাম নারায়নপুর ইউনিয়ন
ফরহাদ হাসান সভাপতি রামনারায়ণপুর উচ্চ বিদ্যালয় গোলাপ মহিউদ্দিন জিন্ন সভাপতি রামনায়পুর ইউনিয়ন আওয়ামী লীগজাকির হোসেন সাবেক সভাপতি রামনারায়নপুর ইউনিয়ন যুবলীগ সোহেল রানা সাংগঠনিক সম্পাদক রামনারায়নপুর ইউনিয়ম যুবলী। আরও উপস্থিত ছিলেনআবুল কাশেম, সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক চাটখিল উপজেলা আওয়ামী লীগ।আব্দুল মতিন চৌধুরী, সহ-সভাপতি ২ নং রামনারায়ণপুর ইউনিয়ন ।আওয়ামী লীগ, শাহ্ জামাল,সদস্য ২ নং রামনারায়ণপুর ইউনিয়ন পরিষদ ২ নং ওয়ার্ড। রাকিব হোসেন,সভাপতি পদপ্রার্থী ২নং রামনারায়ণপুর ইউনিয়ন যুবলীগ।










