
ময়মনসিংহ জেলা প্রতিনিধি: দৈনিক দেশ বার্তা নিউজ- এস এফ টিভি নিউজ- এর ময়মনসিংহ জেলা প্রতিনিধি মোঃ আবুল কালাম আজাদকে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)–এর কেন্দ্রীয় কমিটির সদস্য পদে আজ বুধবার (২৩ জুলাই ২০২৫) সকালে মনোনীত করা হয়েছে।
সংবাদিকতা পেশায় তাঁর দীর্ঘদিনের নিষ্ঠা, সততা, এবং নিরলস প্রচেষ্টার স্বীকৃতি হিসেবে এই মর্যাদাপূর্ণ পদ প্রদান করা হয়। প্রেস ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, সত্য ও ন্যায়ের পথে এগিয়ে চলার নিরন্তর প্রয়াসই তাঁকে এই সম্মানে ভূষিত করেছে।
এ উপলক্ষে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক এক অভিনন্দন বার্তায় বলেন, “মোঃ আবুল কালাম আজাদ একজন প্রতিশ্রুতিশীল সাংবাদিক। তাঁর কাজের প্রতি দায়িত্ববোধ ও অঙ্গীকার নতুন প্রজন্মের সাংবাদিকদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।”
মনোনয়নের খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম ও সহকর্মী মহলে অভিনন্দনের জোয়ার বইছে। অনেকেই মনে করেন, এই সম্মান সাংবাদিকতা পেশাকে আরও মর্যাদাপূর্ণ করতে ভূমিকা রাখবে।
“সত্যের পথেই এগিয়ে যাবো”—মনোনয়নপ্রাপ্ত আবুল কালাম আজাদ জানান, “এই সম্মান আমাকে আরও দায়িত্ববান করে তুলেছে। আমি চেষ্টা করব গণমানুষের কথা তুলে ধরতে, এবং সঠিক তথ্যের ভিত্তিতে নিরপেক্ষ সাংবাদিকতা করতে।”
বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C) দেশের অন্যতম জাতীয় প্রেস সংগঠন, যারা দেশের বিভিন্ন প্রান্তে সাংবাদিকদের একত্রিত করে সৎ, বস্তুনিষ্ঠ ও নৈতিক সাংবাদিকতার চর্চাকে উৎসাহিত করে যাচ্ছে










