
মো:ইয়াসিন আরাফাত, মাগুরা প্রতিনিধি, SFTV প্রতিবাদে :: ডিসি মহোদয় বরাবর স্মারকলিপি ও সংবাদ সম্মেলন। মাগুরা জেলা গণঅধিকার পরিষদ ও জুলাইয়ে আহত যোদ্ধাবৃন্দ।
.তাদের দাবি যারা আহত না হয়েও আহতর তালিকায় তাদেরকে দ্রুত সময়ের মধ্যে ওই তালিকা থেকে বাদ দিতে হবে এবং যারা প্রকৃত আহত তাদেরকে তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে ও যারা এই আন্দোলনে অংশগ্রহণ করেছিল তাদেরকে সরকারিভাবে সম্মানজনক সার্টিফিকেট দেওয়া লাগবে। সেই সাথে যারা এই তালিকাতে দুর্নীতি করেছে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় নিয়ে এসে বিচারের মুখোমুখি দাড় করতে হবে
ভিউ: ১৫৯










