জেলা কৃষকলীগ নেত্রী সামসাদ রানু ওরফে রাঙ্গা ভাবী“র নানা অপকর্মের বিরুদ্ধে মানববন্ধন
Spread the love

আলমডাঙ্গায় চুয়াডাঙ্গার জেলা কৃষকলীগ নেত্রী সামসাদ রানু ওরফে রাঙ্গা ভাবী“র নানা অপকর্মের বিরুদ্ধে মানববন্ধন করেছে উপজেলার সর্বস্তরের জনগণ। ১১ অক্টোবর শুক্রবার ২০২৪ তারিখ: সকাল ১০ টায় শহরের আলিফ উদ্দিন রোডস্থ আলতায়েবা মোড়ে সামসাদ রানুর নানা অপকর্ম তুলে ধরে মানববন্ধন করে আলমডাঙ্গা সর্বস্তরের জনগণ। মানববন্ধনে বক্তরা বলেন, সামসাদ রানু এরশাদপুর চাতাল মোড়ের বাড়িতে বিভিন্ন জায়গা থেকে দেহ পসারিনী নিয়ে এসে ব্যবসা করে। স্বৈরাচারী আওয়ামীলীগের আমলে সামসাদ রানু ক্ষমতার অপব্যবহার করে মানুষকে নানাভাবে হয়রানি করেছে। তার বিরুদ্ধে কেউ কথা বললে মিথ্যা মামলা দিয়ে পুলিশ দিয়ে ধরিয়ে দিয়েছে। এক সময়ে আলমডাঙ্গা থানার এক ওসির বেড শেয়ার করার সুবাদে রাঙাভাবি ভয়ঙ্কর হয়ে উঠেন। দীর্ঘ বছরব্যাপী তার দেহ ব্যবসা ওপেন সিক্রেট। এখন বয়সের কারণে নিজের চেহারার জৌলুস হারিয়েছেন। নিরুপায় হয়ে ব্যবসার ধরণ পরিবর্তন করেছেন। এক সময়ে নিজে পতিতাবৃত্তি করতেন, এখন বিভিন্ন স্থান থেকে পতিতা নিয়ে এসে বাড়িতে রেখে ব্যবসা করিয়ে কমিশন খান। উঠতি প্রজন্মের চরিত্র রক্ষা করা ভীষণ চ্যালেঞ্জ হয়ে পড়েছে সমাজের এই দুষ্টক্ষত রাঙাভাবির জন্য। বাক্তারা আরো বলেন,কয় দিন আগে এই রাঙ্গা ভাবির বাড়িতে এলাকাবাসী বেশ কয়েকজন দেহ ব্যবসায়ী সহ আটক করে,এলাকাবাসীর চাপের মুখে এই অত্যাচারি মহিলা আওয়ামী লীগের দোসর সামসাদ রানু সাংবাদিকদের সামনে এলাকাবাসীর কাছে মাপ চেয়ে নিজেকে শুধরে নেওয়ার সুযোগ চেয়ে কাকুতি মিনতি করে,পরে এলাকাবাসী তাকে শুধরে নেওয়ার সুযোগ দেয়।কিন্তু দিন গড়িয়ে রাত হলেয় রাঙ্গাভাবি পাল্টে নেয় তার রুপ,এলাকাবাসী সহ নানা ধরনের মামলার ভয় দেখাতে থাকে সাংবাদিকেরকে।সাংবাদিকরা নিউউজ প্রকাশ করলে সে এলাকাবাসী সহ সাংবাদিকদের নামে বিভিন্ন স্থানে মামলা সহ অভিযোগ দায়ের করছে।আমরা এর তিব্র নিন্দা জানাচ্ছি। তাকে এই মুহুর্তে রুখে দেওয়া দরকার। এ ব্যাপারে বক্তারা প্রশাসনের পদক্ষেপ দাবি করেছেন। বক্তারা প্রশাষনের উদ্দেশ্যে বলেন,প্রশাসন ব্যর্থ হলে এলাকাবাসী নিজেরা আইন হাতে তুলে নিতে দ্বিধা করবেন না বলে প্রশাসনকে সতর্ক করেন। মানববন্ধনে উপস্থিত ছিলেন আব্দুর রশিদ মালিথা, চান্দালি, গোলাম মোস্তফা, মন্টু আলী, খন্দকার আব্দুর কাদের, আওয়াল কবীর, আক্তারুজ্জামান লুলু, বিল্লাল হোসেন, মন্নি শাহ, বিপ্লব হোসেন, শাকিব হাসান, আব্দুল্লাহ আল নোমান, সাইরাস মেহেধী লাবলু, শোভন আলী, ইমরান হোসেন, ঝন্টু আলী, মিলন হোসেন, আরিফুল ইসলাম, জাইদুল ইসলাম প্রমুখ

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31