
মোঃ তারেক রহমান : সিরাজগঞ্জের এনায়েতপুর খুকনী মন্ডলপাড়ায় ব্যবসায়ীর সুতার দোকানে তালা দেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন বিএনপির সদস্য সচিব সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম ও তার ছেলে তানভীর আহমেদ চঞ্চলের নামে। অভিযোগকারী দোকানি সুতা রং ব্যবসায়ী হাজী মোঃ শহিদুল্লাহ খান, সরজমিনে গিয়ে উক্ত দোকান খোলা দেখতে পাওয়া যায়, দোকানে তালা লাগানোর অভিযোগ সম্পর্কে উক্ত মার্কেট মালিক হাজী মোহাম্মদ ইলিয়াস হোসেন বলেন আমার মার্কেটে কোনরকম হয়রানি চাঁদাবাজি বা কোন বহিরাগত লোক কোন দোকানে ভয় ভীতিসৃষ্টি করেনি, সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম ও তার ছেলে তানভীর আহমেদ চঞ্চলও এখানে আসেনি উক্ত দোকানের কর্মচারী নিজেই ওই দোকানে তালা লাগিয়ে দেয়, এ বিষয়ে বণিক সমিতির সাধারণ সম্পাদক জনাব আবু মিয়া বলেন আমরা যাচাই-বাছাই করে নিশ্চিত হয়েছি যে খুকনী মন্ডলপাড়া হাজী শহীদুল্লাহ খানের দোকানে তালা লাগানোর ব্যাপারে কোন ব্যক্তি বিশেষ করে জনাব নজরুল ইসলাম সাবেক চেয়ারম্যান ও তার ছেলে তানভীর আহমেদ চঞ্চল সম্পৃক্ত নয়, উল্লখ্য যে সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম ও তার ছেলে তানভীর আহমেদ চঞ্চল কে রাজনৈতিকভাবে হেও করানোর জন্য আওয়ামি দোসর হাজী শহিদুল্লাহ খান এই মিথ্যা ও প্রপাগান্ডা ছড়ায়, এ বিষয়ে জানতে চাইলে হাজী শহীদুল্লাহ খান কে দোকানে পাওয়া যায়নি।উক্ত ঘটনায় অত্র এলাকার সাধরন জনগনএরমধ্যে প্রতিবাদের ঝড় ওঠে, চেয়ারম্যান জনাব নজরুল ইসলাম সাধারণ জনগণকে শান্ত থাকার আহ্বান করে বলেন এটা পরাজিত আওয়ামীলিগের ষড়যন্ত্র, অবশ্যই এই আওয়ামী দোসরদের বিরুদ্ধে আইনাুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।










