
পিরোজপুর কাউখালী উপজেলায় প্রেস ক্লাবের কমিটি প্রকাশ।
(নুরুজ্জামান খোকন)
পিরোজপুর কাউখালী উপজেলায় একাধিক প্রেস ক্লাব থাকায় সংবাদ কর্মীদের একে অপরের প্রতি আস্হাভাজন না থাকার কারণে, শেখ মোঃ নুরুল হুদা বাবুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মীর জিয়াদুল হক জিয়ার নেতৃত্বে, ২০০৭ সালের স্থাপিত “কাউখালী প্রেসক্লাবের” নাম পরিবর্তন করে, বিশ্বস্ত,সাংগঠনিক ও সত্য প্রকাশে সংবাদ কর্মীদের নিয়ে নতুন করে “কাউখালী উপজেলা প্রেস ক্লাব” ২০২৪-২০২৫ দুই বছর মেয়াদি,১৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। বর্তমানে উক্ত প্রেস ক্লাবটির কার্যালয় উপজেলা গেট সংলগ্ন, কাউখালী। প্রেসক্লাবের সদস্যবৃন্দ যারা হলেন:-১/সভাপতি-শেখ মোঃ নুরুল হুদা বাবু (দৈনিক ভোরের কাগজ ও দৈনিক আলোর সময়) ২/ সহ-সভাপতি, গাজী আনোয়ার হোসেন (দৈনিক জনতা) ৩/সহ-সভাপতি মোঃ মেহেদী হাসান (দৈনিক কীর্তনখোলা ও দৈনিক আজকের বরিশাল) ৪/সাধারণ সম্পাদক-মীর জিহাদুল হক (দৈনিক মানব জমিন) ৫/যুগ্ন-সাধারণ সম্পাদক- মনোয়ারা আক্তার মৌসুমী (তারা টিভি ও দৈনিক আমাদের বরিশাল) ৬/ সহ সম্পাদক মোঃ ইমাম হোসাইন খন্দকার (দৈনিক নাগরিক ভাবনা) ৭/সাংগঠনিক সম্পাদক মোঃ নুরুজ্জামান খোকন (দৈনিক আলোকিত সকল ও দৈনিক এশিয়া বাণী)৮/ কোষাধ্যক্ষ মোঃ এনামুল কিবরিয়া মেহেদী (দৈনিক বরিশাল প্রতিদিন)৯/ প্রচার সম্পাদক মোঃ আল আমিন তালুকদার (দৈনিক বাংলার বনে) ১০/দপ্তর সম্পাদক সুজন কুমার আইচ (কাউখালী বার্তা) ১১/প্রকাশনা ও সাহিত্য বিষয়ক সম্পাদক, মোঃ হাবিবুর রহমান (দৈনিক বাংলাদেশ সমাচার) ১২/তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ নাঈম কাজী (গ্রীন টিভি ও এজেট নিউজ বিডি ডটকম)১৩/ সদস্য মোঃ কামরুজ্জামান খান )(দৈনিক সংবাদ) ১৪/সদস্য- সাজিদ হাসান আকাশ (দৈনিক ভোরের খবর) ১৫/ সদস্য মোঃ হাবিবুল্লাহ (দৈনিক বরিশাল সময়)। সকল সদস্যের উপস্থিতিতে গত রবিবার আনুষ্ঠানিক ভাবে প্রেসক্লাবের অফিস উদ্বোধন ও দোয়া মোনাজাতের মাধ্যমে কার্যক্রম শুরু করা হয়।










