
নীলফামারীতে সড়ক দূর্ঘ*টনায় একজন নিহ*ত এবং ২ জন গুরুতর আ*হত
নীলফামারীতে সড়ক দূর্ঘট*নায় ১জন নিহ*ত এবং ২ জন গুরুতর আ*হত হয়েছে। শুক্রবার গভীররাতে নীলফামারীর ডোমার উপজেলার ধরনীগন্জ বাঁশের পুল স্হানে মর্মান্তিক ঘটনাটি ঘটে ।
নি*হত যুবক রুমন ইসলাম ( ২৩) ডোমার সদর উপজেলার কাচামাল ব্যবসায়ী মোহাম্মদ বুলেট ইসলামের পুত্র এবং উক্ত ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি এসময় তার সাথে থাকা অপর দুই বন্ধু ও গুরুতর আ*হত হয়েছে। বিষয় টি নিশ্চিত করে ডোমার থানার অফিসার ইনচার্জ মাহমুদ উন নবী বলেন খবর পাওয়া মাত্র আমাদের একটি টহল টিম সেখানে যায় এবং ডোমার ফায়ার সার্ভিসের সাহায্যে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয় এছাড়া ও ঘাতক ধান মাড়াই করা গাড়ি টি জব্দ করে থানায় নিয়ে আসা হয়
ভিউ: ২৫৩










