
কাউখালীতে ছাত্রলীগের অফিস কক্ষ নতুন আঙ্গিকে সুসজ্জিত (নুরুজ্জামান খোকন) পিরোজপুর কাউখালীতে বাংলাদেশ ছাত্রলীগ উপজেলা প্রধান কার্যালয় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন, নৌকা প্রত্যাশী আলহাজ্ব মহিউদ্দিন মহারাজ।
১২/১১/২৩ তাং রবিবার সকাল ১১ টায় কাউখালী উপজেলা গেট সংলগ্ন ছাত্রলীগের পুরাতন অফিস কক্ষটি নতুন আঙ্গিকে সজ্জিত করে আনুষ্ঠানিকভাবে ছাত্রলীগ সভাপতি মোঃ রিয়াদ হোসেন হাং এবং সাধারণ সম্পাদক তৌকির আহমেদ সীমান্তের নেতৃত্বে উপজেলা সকল ছাত্রলীগের নেতাকর্মীর উপস্থিতিতে আনুষ্ঠানিকতা শুরু করা হয়, ” ছাত্রলীগের অফিস কক্ষ সুসজ্জিত হলেও সকল নেতৃবৃন্দের মন মানসিকতা ছিল মলিন”-?
ছাত্রলীগের অনুষ্ঠানের ভাবমূর্তি নষ্ট করতে অফিস কক্ষে শনিবার গভীর রাতে কে বা কাহারা অফিসের সাঁটারের নিচ থেকে কেরোসিন দিয়ে অগ্নি সংযোগ ঘটায়। সামান্য ক্ষয়ক্ষতি হলেও বড় ধরনের দুর্ঘটনা থেকে বেঁচে গেল পাশে থাকা একাধিক ব্যবসায়ী প্রতিষ্ঠান, মহিলা পরিষদ অফিস কক্ষ ও ছাত্রলীগের অফিস কক্ষ।
অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে তৌকির আহমেদ সীমান্তের সঞ্চালনায় ও রিসাদ হোসেনের সভাপতিত্বে, প্রধান অতিথি আলহাজ্ব মহিউদ্দিন মহারাজ এবং উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ কে ফুলের শুভেচ্ছা বিনিময় করা হয়। সকল নেতৃবৃন্দের বক্তব্য শেষে প্রধান অতিথি মহিউদ্দিন মহারাজ বলেন–শেখ হাসিনার বাংলাদেশের উন্নয়নে ছাত্রলীগের ভূমিকা প্রশংসা করে আগত নির্বাচনে পিরোজপুর ২ আসন থেকে তাকে নৌকা প্রতীক দিলে জনগণের ভোটের সহযোগিতায় ভান্ডারিয়া, কাউখালী,স্বরূপকাঠি উপজেলার উন্নয়নের গতিধারা অব্যাহত রাখবেন। তিনি আরো বলেন “যেকোনো মূল্যে ক্ষমতায় আসতে হবে” দলীয় কোন্দল বা কোন অপশক্তি যদি কেহ পায়ে পাড়া দেয় বা আঘাত করে তবে সকলকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিহত করতে আহ্বান জানান। আলোচনা ও দোয়া শেষে উপজেলা চত্বরে সকল মসজিদের সম্মানিত ইমাম মোয়াজ্জিনদের নিয়ে মহিউদ্দিন মহারাজ একটি মত বিনিময় সভার আয়োজন করেন।











