
আগামী ১১ নভেম্বর প্রধান মন্ত্রীর আগমন উপলক্ষে বটিয়াঘাটা উপজেলা ৩ নং গঙ্গারামপুর ইউনিয়ন আওয়ামিলীগের প্রুস্তুতি সভা
আগামী ১১ নভেম্বর প্রধান মন্ত্রীর খুলনায় আগমন উপলক্ষে,জনসভা সফল করার লক্ষ্যে বটিয়াঘাটা উপজেলা ৩ নং গঙ্গারামপুর ইউনিয়ন আওয়ামিলীগের সভাপতি শেখ মোঃ হাদি উজ্জামান হাদীর সভাপতিত্বে অনুষ্টানটি অনুষ্টিত হয়।
এসয়তিনি বলেন আওয়ামিলীগ সরকারের উন্নয়নে, স্বাধিনতা বিরোধী শক্তি আবার মাথা নাড়া দিয়ে উটছে, তারা পুলিশ সহ সাধারণ মানুষ খুন করে অপশক্তির সহায়তা নিয়ে ক্ষমতায় আসতে চায়, সেটা আমরা কখনো হতে দেবো না।মানুষ খুন, জালাও পড়াও করে ক্ষমতায় আসা যাবেনা। আগামী ১১/১১/২৩ প্রধান মন্ত্রীর খুলনার জন সভাকে জন সমুদ্রে পরিনত করতে হবে। তিনি নেতা কর্মিদের স্ব স্ব দায়িত্ব পালন করার আহ্বান জানান। প্রস্তুুতি সভা শেষে জামাত বিএনপির অন্যায় অবরোধের দ্বিতীয় দিনে শান্তিপূর্ণ মিছিল বের করেন, ৩ নং গঙ্গারামপুর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুলসীদাস বিশ্বাসের সঞ্চালনায়, প্রধান অতিথী ছিলেন সাবেক প্রধান শিক্ষক ও ৩ নং গঙ্গারামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জেলা আওয়ামী লীগ নেতা শিবপদ মন্ডল।
বিশেষ অতিথি ছিলেন দেবপ্রসাদ বিশ্বাস,বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন,সৌমনেন বিশ্বাস,দীলিপ বিশ্বাস,মহিলা মেম্বর মলিনা রায়,মোসাঃসেলিনা ইসলাম পলি,আশালতা ঢালি,নিহার রঞ্জন সরকার, নিত্যানন্দ রায়,মোশারেফ হোসেন,সুজন মন্ডল,রশিদ শেখ,প্রদীপ মন্ডল, সুব্রত বিশ্বাস,ধৃতিসুন্দর রায়,নিত্যানন্দ বালা সহ ওয়ার্ড ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ।










