
আগামী ১১নভেম্বর খুলনার জনসভায় প্রধান মন্ত্রীর আগমন উপলক্ষে গনসংযোগ
আগামী ১১ ই নভেম্বর খুলনায় জনসভায় প্রধান মন্ত্রীর আগমন উপলক্ষে গনসংযোগ করছেন দাকোপ-বটিয়াঘাটা খুলনা১ আসন থেকে মনোনয়ন প্রত্যাশি ড.প্রশান্ত কুমার রায় -সাবেক সচিব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমবায় মন্ত্রলয়,
তিনি সকলকে আগামী ১১ নভেম্বর উপস্থিত হয়ে নেত্রীর পাশে থাকার জন্য জনগণকে উদ্বুদ্ধ করছেন। তিনি ১ নং জলমা ইউনিয়নের, কৃষ্ণনগর, মহাম্মদ নগর, লবনচরা,সাচিবুনিয়া বাজার,সাচিবুনিয়া চড়াবাজার, সাচিবুনিয়া স্কুলভিটা সহ বিভিন্ন যায়গায় গনসংযোগ করে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালি করার আহ্বান জানান।
এসময়ে তার সাথে উপস্থিত ছিলেন এ্যাড গফুর সাহেব, সায়েব আলী,অধ্যাপক পলাশ কান্তি হাওলাদার, প্রাণ গোপাল বৈরাগী,রাজকুমার রায়,ক্ষিতীশ মন্ডল,মোঃ আবদুল কুদ্দুস, জাহাঙ্গীর ফরাজি, রাসেল শেখ, হায়দার আলী,গৌতম রায়,রিপন রায়, বাদশা মিয়া, নিত্যানন্দ মহালদার, রেভারেন্ড দিলীপ সরকার, অনুপম টিকাদার, সবুজ মিস্ত্রি, ফিরোজ আলম ধ্রুব বৈরাগী, নিভানন রায়, নিরাবিন্দু রায়, নিজাম শেখ প্রমূখ সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেত্রী বৃন্দ।










