
আগামী ১১ নভেম্বর প্রধান মন্ত্রীর আগমন উপলক্ষে বটিয়াঘাটা উপজেলা আওয়ামিলীগের প্রুস্তুতি সভা
আগামী ১১ নভেম্বর প্রধান মন্ত্রীর খুলনায় আগমন উপলক্ষে,জনসভা সফল করার লক্ষ্যে বটিয়াঘাটা উপজেলা আওয়ামিলীগের সভাপতি ও বটিয়াঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফুল আলম খানের সভাপতিত্বে ও বটিয়াঘাটা উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য দীলিপ হালদারের সঞ্চালনায় প্রুস্তুতি সভা অনুষি্ঠত হয়।
উক্ত প্রুস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থত ছিলেনজেলা আওয়ামিলীগের সহ- সভাপতি এ্যাডঃ নিমাই চন্দ্র রায়।
তিনি বলেন আওয়ামিলীগ সরকারের উন্নয়নে, স্বাধিনতা বিরোধী শক্তি আবার মাথা নাড়া দিয়ে উটছে, তারা মানুষ খুন করে অপশক্তির সহায়তা নিয়ে ক্ষমতায় আসতে চায়, সেটা আমরা কখনো হতে দেবো না। বিশেষ অতিথী ছিলেন সাবেক প্রধান শিক্ষক ও ৩ নং গঙ্গারামপুর ইউনিয়নের চেয়ারম্যান শিব পদ বিশ্বাস,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান চঞ্চলা মন্ডল। উপজেলা আওয়ামীলিগেল যুগ্ন সাধারণ সম্পাদক পলাশ রায়।দেব প্রসাদ বৈরাগী, তুহিন রায়, চেয়ারম্যান জি এম মিলন,বটিয়াঘাটা যুবলিগের আহ্বায়ক অনুপম বিশ্বাস,এস এফ টিভির বটিয়াঘাটা উপজেলার প্রতিনিধি ও শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের সভাপতি শ্রী নিত্যানন্দ মহালদার ও শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের সহ সভাপতি মিঠুন রায়, আওয়ামী সেচ্ছাসেবক লিগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান।জলমা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নারায়ন সরকার, শাহরিয়া কিবরিয়া,ভগবতি বিশ্বাস। ছাত্রলীগ নেতা ইব্রাহিম, অনুপ গোলদার,৭নং আমির পুর ইউনিয়নের সভাপতিখলিলুর রহমান।,৬ নং ইউনিয়নের চেয়ারম্যান আচাবুর রহমান। ৪ নং সুরখালি ইউনিয়ন আওয়ামীলিগের সাধারন সম্পাদক রবিন্দ্রনাথ রায়।ফকরুল আলম,প্রদিপ হিরা, ।অরিন্দম গোলদার প্রমুখ সহ বটিয়াঘাটা উজেলার ৭ ইউনিয়নের চেয়ারম্যান ৬৩ ওয়ার্ডের মেম্বর, ও আওয়ামিলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ সকল অঙ্গসংগঠনের শত শত নেত্রী বৃন্দ।










