
সুত্র জানায়, গত ২০ আগষ্ট রাত সাড়ে ১০টারদিকে টেকনাফ মডেল থানার এসআই (নিরস্ত্র) আব্দুস সালাম সর্ঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ডিউটিকালীন রঙ্গিখালী হতে সিএনজিযোগে হোয়াইক্যংয়ে মাদক পাচারেরর গোপন সংবাদের ভিত্তিতে রঙ্গিখালী সংযোগ সড়কের মুখে পাকা রাস্তার উপর (কক্সবাজার-থ-১১-৮১৯৬) সিএনজি থামানোর জন্য সিগন্যাল দিলে গাড়ির চালক কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে ধাওয়া করে হোয়াইক্যং ইউপির উনছিপ্রাং এলাকার রইক্ষ্যংয়ের মৃত ছালেহ আহমদের পুত্র মোহাম্মদ শফিক (২৭) কে আটক ও জিজ্ঞাসাবাদ করে সাক্ষীদের উপস্থিতিতে সিএনজি তল্লাশি করে চালকের আসনের নিচে লুকানো অবস্থায় ১টি কালো পলিথিনের ভিতরে ১৫টি বায়ুরোধী নীল রংয়ের জিপারযুক্ত পলিপ্যাক উদ্ধার করে। যা গণনা করে প্রতি পলিপ্যাকে ২শ পিস করে ৩ হাজার পিস ইয়াবা ও ১টি সিএনজিসহ চালককে আটক করা হয়। টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান,উক্ত বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।










