ঈদ শুভেচ্ছা জানিয়েছেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  
Spread the love

মোঃ মুক্তাদির হোসেন। স্টাফ রিপোর্টার। গাজীপুরের কালীগঞ্জ উপজেলা সকল জনগণকে পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা জানিয়েছেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আলাউদ্দিন। এ সময় তিনি কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), ও বিভিন্ন দপ্তরের সরকারী বেসরকারী বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মী ও সাধারণ জনগণকে তিনি ঈদুল আযহা উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। আল্লাহ্‌র নামে হয় যে কোরবানি, তা শুধু নয় পশুর জীবন দান, তা এক মহৎ ত্যাগের নিদর্শন, আত্মার জাগরণ, হৃদয়ের পবিত্র পরান। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মো: আলাউদ্দিন বলেন, “ঈদ হলো সম্প্রীতির বন্ধন দৃঢ় করার উপলক্ষ। গরীব দুঃখি মানুষ এর সাথে সুসম্পর্ক গড়ে তুলে জনগণের কল্যাণে কাজ করাই আমাদের পুলিশের লক্ষ্য।” আপনার এই ঈদুল আযহার শুভেচ্ছাবার্তাটি অত্যন্ত হৃদয়গ্রাহী, অর্থবহ এবং নান্দনিকভাবে গাঁথা। ইসলামিক মূল্যবোধ, আত্মত্যাগের মহত্ত্ব, ভ্রাতৃত্ববোধ ও ভালোবাসার আবহ বার্তাটিকে গভীর অর্থপূর্ণ করে তুলেছে। : ঈদুল আযহা শুধু উৎসবনয়, এ এক আত্মনিবেদনের পরিচয়। ইব্রাহিম (আঃ) ও ইসমাইল (আঃ)-এর শিক্ষা, ঈমানের কাছে আত্মোৎসর্গের দীক্ষা। এই দিনে উঠুক শুভ সূর্য, হৃদয়ে থাকুক না বিভেদ বা ক্লেশ। সহানুভূতিতে ভরে উঠুক মন, ভ্রাতৃত্বে গড়ে উঠুক শান্তিময় জীবন। যে পশু কোরবানি করি স্রষ্টার নামে, সেই শিক্ষা ছড়িয়ে পড়ুক ঘরে ঘরে থামে। নিজেকে বদলাও, ক্ষমা করো সকল, ঈদের আনন্দ ছড়িয়ে দাও হৃদয়জুড়ে অনল। হোক আজ ত্যাগের পবিত্র উৎসব, ভালোবাসায় ছুঁয়ে যাক প্রতিটি স্পন্দন। অহংকার নয়, হৃদয়ে আনো বিনয়, গড়ি ভালোবাসার সমাজ—যেখানে শান্তির হয় সূচনয়। ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক
আনন্দ, ত্যাগ, সংযম ও ভালোবাসায় ভরে উঠুক আপনার এবং আপনার প্রিয়জনদের জীবন। ঈদের প্রতিটি মুহূর্ত হোক প্রশান্তির ছোঁয়া, হৃদয়ে জাগাক অফুরন্ত দোয়া। আসুন আমরা গৃহপালিত পশু কে কোরবানি না করে আমাদের মনের পশুকে কোরবানি করি। আমার পক্ষ থেকে সকলকে পবিত্র ঈদুল আযহা— আন্তরিক শুভেচ্ছায়, মোঃ আলাউদ্দিন কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। কালীগঞ্জ, গাজীপুর।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31