
চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানা পুলিশ কর্তৃক রাজনৈতিক মামলার ০১(এক) জন আসামী গ্রেফতার।আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ জনাব মুঃ মাসুদুর রহমান এর নেতৃত্বে ইং-২৯/১২/২০২৪ তারিখ এসআই(নিঃ) মোঃ ওয়াহিদুল ইসলাম সঙ্গীয় অফিসার ফোর্সসহ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা থানার মামলা নং-১০, তাং-১০/১১/২০২৪ খ্রিঃ, ধারা- 143/341/323/325/326/ 307/427/379/506/114/34 The Penal Code, 1860; তৎসহ 3/4/6 The Explosive Substances Act, 1908; তদন্তে প্রাপ্ত আসামী-
১। মোঃ ইয়াকুব আলী মাস্টার(৫৭), সেক্রেটারী, আলমডাঙ্গা উপজেলা আওয়ামীলীগ, পিতা- মৃত এবাদত শেখ, সাং- আলমডাঙ্গা থানাপাড়া, থানা-আলমডাঙ্গা, জেলা-চুয়াডাঙ্গাকে গ্রেফতার করা হয়েছে।
ভিউ: ৬৫৮










