
ফরিদপুর জেলার সালথা উপজেলার সোনাপুর ও বল্লভদী ইউনিয়নের বিভিন্ন জায়গায় চলছে অবৈধভাবে মাটি বিক্রির ব্যবসা।
প্রতিদিনই রাতের আধারে মানুষের প্রশান্তির ঘুমে বিঘ্ন ঘটিয়ে ফসলি জমি থেকে বেকু ট্রলি দিয়ে মাটি বিক্রির রমরমা ব্যবসায়ের দৌরাত্ম্য।দীর্ঘদিন ধরে চলে আসছে এই কর্মকাণ্ড একটি শক্তিধর মহল এ বাণিজ্য এর সাথে জড়িত। মানুষ মুখ খুলতে নারাজ এদের বিরুদ্ধে। কারন এরা উপর, নিচ সকল মহল ম্যানেজ করে উন্মুক্ত ভাবে চালিয়ে যাচ্ছে রমরমা ব্যবসায়ের আধিপত্য।
এ বিষয়ে উর্ধতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে কোন পজিটিভ রেসপন্স পাওয়া যায়নি। এ থেকে মুক্তির পথ কোথায় সেটার জন্যই অপেক্ষা।
Facebook Notice for EU!
You need to login to view and post FB Comments!
ভিউ: ২৬২










