
চট্টগ্রাম বিভাগীয় অফিসের উদ্যোগে প্রগতি লাইভ ইনসুরেন্স কোম্পানি লিমিটেড এর দিনব্যাপী ব্যবসায়িক পেশাগত দক্ষতা উন্নয়ন বিষয়ক এক আলোচনা সভা আজ ১১মে,শনিবার-২৪ সকাল ১০ টায় থেকে চট্টগ্রাম জিইসি মোড়স্হ বিএমএ মিলনায়তনে প্রগতি লাইফ ইন্সুরেন্স কোম্পানির আইপিএল জুঁই প্রকল্প প্রধান মোঃ দিদারুল আলমের সভাপতিত্বে এবং ডিজিএম মিন্টু চন্দ্র দাশের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্হপনা পরিচালক আলহাজ্ব জাহাঙ্গীর হোসেন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কোম্পানির ভাইস প্রেসিডেন্ট জনাব জসিম উদ্দীন।অন্যান্যদের মধ্যে ব্যবসায়িক দক্ষতা বৃদ্ধির বিভিন্ন দিক তুলেধরে বক্তব্য রাখেন জিএম নাজমুন আমিন তুহিন, জিএম আইযুব খানঁ, জিএম মিজান রায়হান,জিএম আতাউর রহমান খান,জিএম ইদ্রিস খান কপিল,ডিজিএম হালিমা আকতার, এজিএম মোঃহাসানুর জামান বাবু প্রমূখ।










