
২৯ এপ্রিল(সোমবার) সকালে কাউখালী দক্ষিণ বাজারে মাছে রং দিয়ে বিক্রি করার অপরাধে সদর ইউনিয়নের আইরন গ্রামের মোঃ ইয়াকুব আলীর ছেলে মোঃ মেহেদি হাসানকে(১৯) কে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। ইতিপূর্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা বাজার কমিটি ও মৎস্যজীবী সমিতির দায়িত্বশীলদের সাথে বাজারে পোনা মাছ ক্রয়- বিক্রয়,রং মিশানো এবং পঁচা মাছ বিক্রিতে সতর্কতা সহ বিভিন্ন সময়ে একাধিক মাছ বিক্রেতাকে জেল ও জরিমানা করেছেন। মোবাইল কোর্ট পরিচালনার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্বজল মোল্লা বলেন,ক্যামিকেলযুক্ত রং শরীরের জন্য ক্ষতিকর, যাহা ক্যান্সার থেকে মানুষের মৃত্যুর ঝুঁকি বয়ে আনে,আসুন আমরা সবাই মিলে এইসকল অপরাধীদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করি।
ভিউ: ২৬৩










