জেলা সমাবেশ জনসমুদ্রে পরিনত হবেঃ শহীদ ইকবাল 
Spread the love

আব্দুল্লাহ আল মামুন : দলীয় নির্দেশনা মোতাবেক সকলে একতাবদ্ধ থাকতে হবে,কর্মসূচীর আলোকে প্রতিটি ওয়ার্ড,ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা আজ থেকে আসন্ন রমজান উপলক্ষে ঘোষিত সকল প্রগ্রামে অংশ নিতে হবে।সকলের অংশগ্রহণে আগামি ১৭ই ফেব্রুয়ারী সোমবার যশোর টাউনহল ময়দানের সমাবেশে মহাসচিবের আগমন উপলক্ষে মণিরামপুর উপজেলা বিএনপির উপস্থিতিতে জনসমুদ্রে পরিনত হবে, ইনশাআল্লাহ।গতকাল ১২ই ফেব্রুয়ারী বিকালে বিএনপির কেন্দ্র ঘোষিত নির্দেশনা মোতাবেক দেশব্যাপী দ্রব্যমূল্য সহনশীল পর্যায়ে রাখতে,আইনশৃঙ্খলার চরম অবনতি,দ্রুত গনতান্ত্রিক যাত্রাপথে উত্ররনের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষনার দাবী,রাষ্ট্রে পতিত ফ্যাসিবাদদের নানা চক্রান্ত মোকাবেলাসহ বিভিন গনদাবী এবং চলতি মাসের ১৭ তারিখে যশোর টাউনহল ময়দানে অনুষ্ঠিতব্য সমাবেশকে সফল করতে মণিরামপুর উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে বিক্ষোভ মিছিল শেষে এ সমস্ত বিষয় নেতাকর্মীদের সামনে তুলে ধরে সংকিপ্ত আলোচনা করেন মণিরামপুর উপজেলা বিএনপির নব নির্বাচিত সভাপতি এড শহীদ মোঃ ইকবাল হোসেন।

উল্লেখ্য,দেশব্যাপী দ্রব্যমূল্য সহনশীল পর্যায়ে রাখতে,আইনশৃঙ্খলার চরম অবনতি,দ্রুত গনতান্ত্রিক যাত্রাপথে উত্ররনের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষনার দাবী,রাষ্ট্রে পতিত ফ্যাসিবাদদের নানা চক্রান্ত মোকাবেলাসহ বিভিন গনদাবী সংক্রান্ত ব্যাপারে গত ১০ই ফেব্রুয়ারী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্র থেকে এ কর্মসূচি ঘোষনা করে। দেশব্যাপি ঐ কর্মসূচির  আলোকে,গতকাল ১২ই ফেব্রুয়ারী বুধবার বিকালে মণিরামপুর উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে উপজেলা বিএনপির সভাপতি এড শহীদ মোঃ ইকবাল হোসেনের নেতৃত্বে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়।উপজেলা বিএনপি,ছাত্রদল,যুবদলসহ সকল অংগসংঠনের অংশগ্রহনে জনস্রোতের এ মিছিলটি সুশৃঙ্খলভাবে মণিরামপুর বাজারের(যশোরে- সাতক্ষীরা)  প্রধান সড়কের বিভিন্ন গুরুত্বপূর্ন মোড় প্রদক্ষিণ শেষে উপজেলা বিএনপির কার্যালয়ে শেষ করে।

বিক্ষোভ মিছিলে মণিরামপুর উপজেলা ও পৌর শাখার বিএনপি, ছাত্রদল,যুবদল,সেচ্চাসেবক দল,কৃষকদল,শ্রমীকদলের সকল পর্যায়ের নেতাকর্মী অংশগ্রহণ করে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31