তিন ৩ দিন ধরে নিখোঁজ হওয়া সেই ছেলেটি ঘরে ফিরেনি এখনো 
Spread the love

মোঃ জাকারিয়া হোসেন : কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার ৩নং তিলাই ইউনিয়নের ২নং ওয়ার্ডের দক্ষিণ তিলাই আনন্দবাজারের বাসিন্দা মোঃ রিয়াদ বাবু। পিতা মোঃ মামুন মিয়া, মাতা মোছাঃ রিমা খাতুন। তারা এখন বর্তমানে অবস্থান করতেছে আশুলিয়া কাঠগড়া ইউনিয়নে । রিয়াদের বাবা-মা তাদের কর্মসংস্থানের জন্য আশুলিয়ায় এক গার্মেন্টসে কর্মরত রয়েছে।

এই মর্মে গত ৯ ফেব্রুয়ারি রবিবার ২০২৫ ইং বিকাল ৪ ঘটিকায় বাসা থেকে বের হয়ে যায় রিয়াদ কিন্তু এখন পর্যন্ত বাসায় ফেরা হয়নি তার।রিয়াদ জিরাবো আব্দুর রহমান আইডিয়াল স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। এই ঘটনা নিয়ে তার বাবা-মা খুবই মর্মাহত এবং কয়েকদিন যাবৎ ছেলে হারানোর দুশ্চিন্তায় ভুগছেন। রিয়াদ হারানোর ঘটনায় তার মামা সোহেল রানা আশুলিয়া থানায় একটি জিডি করেন। তিনি জানান যে, গত রবিবার ৯ ফেব্রুয়ারি আমার ভাগিনাকে আশুলিয়া থানা দিন কাঠগড়া এলাকা হতে নিখোঁজ হয়ে যায়। তিনি বলেন আমার ভাগিনা কাঠগড়া কন্টিনেন্টাল মোড় থেকে বাসার স্থানীয় পার্শ্ব থেকে নিখোঁজ হয়ে যায়।

এখন পর্যন্ত খোঁজাখুঁজির পরও তার সন্ধান মিলেনি। তারপরের তার ভাগিনার বিবরণ দেন মামা সোহেল গায়ে সোয়েটার জ্যাকেট,পরনে ছিল প্যান্ট, গায়ের রং শ্যামলা। আর যদি কোন সহৃদয়বান ব্যক্তি  আমার ভাগিনার খোঁজ পেয়ে থাকেন তাহলে যোগাযোগ করবেন ০১৭৮৬৮২২৩৯৪ অথবা ০১৩১৮০৪০৬৯৭। তাই আমি আশুলিয়ায় থানায় একটি জিডি প্রদান করি অফিসার ইনচার্জ এর বরাবর। আপনার তথ্য জেনারেল ডায়েরিতে লিপিবদ্ধ করা হয়েছে যার জিডি নং: ১১১৫ তারিখ ১১-০২-২০২৫ এবং ট্র্যাকিং নং: D19KJ9 রয়েছে। পরবর্তীতে আশুলিয়া

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31