
হাসপাতাল কর্তৃপক্ষের তথ্য মতে, ১৯৮৭ সালে ৫০ শয্যা নিয়ে যাত্রা শুরুর পর ১৯৯৭ সালে ১০০ এবং সর্বশেষ ২০২০ সালে ২৫০ শয্যায় উন্নীত করা হয় ঠাকুরগাঁও ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল। তবে ২০২৪ এ বেরে চলেছে চু্রি আজ শুক্রবার রাত ৭ টার মোবাইল সহ হাতেনাতে ধরা পড়েছে এক চের এই সময় তাকে জনগণ মারধরে করে প্রায় অর্ধামারা করে ফেলেছে
ভিউ: ২৭২










