বিদ্যালয়ের অনিয়ম দুর্নীতি স্বজনপ্রীতি নিয়ে নিউজও লাইভ করায় সাংবাদিকে মামলার হুমকি।
Spread the love

বিদ্যালয়ের অনিয়ম দুর্নীতি স্বজনপ্রীতি নিয়ে নিউজও লাইভ করায় সাংবাদিকে মামলার হুমকি।

চট্টগ্রাম পটিয়ার হাবিলাসদ্বীপ ইউনিয়নের হাবিলাসদ্বীপ উচ্চ বিদ্যালয়ের মাঠে অপরিকল্পিত দেওয়াল নির্মাণ করে মাঠকে আন্তর্জাতিক ফুুটবল খেলার মাঠের মাপ থেকে সংকোচিত করার প্রতিবাদ এবং বিদ্যালয়ের অন্যান্য অনিয়ম স্বজনপ্রীতি গণিত শিক্ষকের অবহেলাও স্বেচ্ছাচারিতা কারনে গত এসএসসি পরীক্ষায় ২৭জন ছাত্র গণিতে অকৃতকার্য হয়ে বিদ্যালয়ের সুনাম নষ্ট প্রধান শিক্ষকের প্রশাসনিক অদক্ষতাসহ এই ইস্যুতে প্রধান শিক্ষকও গণিত শিক্ষকের পদত্যাগের দাবিতে স্হানীয় জনগণের দাবির প্রেক্ষিতে সাংবাদিক মোঃহাসানুর জামান বাবু বিষয় গুলো লাইভে এসে প্রচার এবং বিভিন্ন প্রিন্ট অনলাইন মিডিয়াতে প্রতিবেদন করে নিউজ করেন।এই প্রতিবাদ ও নিউজ চট্টগ্রাম-১২ পটিয়ার মাননীয় সংসদ সদস্য জননেতা আলহাজ্ব মোতাহারুল ইসলাম চৌধুরী ও বিদ্যালয়ের নবগঠিত কমিটির সভাপতি এনডিসি গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নাজিম উদ্দীন চৌধুরীর নজরে আসলে উনারা মাঠের সমস্যা ও বিদ্যালয়ের অন্যান্য সমস্যা গুলো শীঘ্রই সমাধান করার আশ্বাস দেন।এতে করেই প্রতিবাদ কর্মসূচিও স্হগিত ঘোষণা করা হয়। কিন্তু এরেই মধ্যে প্রতিবাদে লাইভও নিউজ করায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব ওমর আলী বিভিন্ন জনের মাধ্যমে প্রতিবাদকারী ও নিউজের রিপোটারকে অকথ্য ভাষায় গালিগালাজ করান এবং গণিত শিক্ষক জনাব কমরু উদ্দীন সাংবাদিককে সরাসরি উনার স্ত্রীর মোবাইলে ফোন করে এবং উনার ভাগিনা হুলাইন গ্রামের ইমতিয়াজ উদ্দীনের মাধ্যমে নিউজ প্রতিবাদী সাংবাদিককের বিরুদ্ধে আইসিটি আইনে মামলার হুমকি প্রদর্শন ও সাবধান হওয়ার হুমকি দেন। উল্লেখ্য যে,গণিত শিক্ষক জনাব কমরু উদ্দীন সাংবাদিক মোঃহাসানুর জামান বাবু’কে আত্নীয় স্বজন প্রতিবেশী বন্ধু-বাদ্ধবসহ প্রায় ছয়/সাতজন দিয়ে ফোন করিয়ে ম্যানেজ করার চেষ্টা করেন এবং নিজেও মোঃ হাসানুর জামান বাবু’র মোবাইলে পাচঁ /ছয়বার ফোন করেন।মোঃহাসানুর জামান বাবু মোবাইল রিসিভ না করায় শেষ পর্যন্ত ক্ষিপ্ত হয়েই এই মামলার ও সাবধান হওয়ার হুমকি পাঠান।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31