খুলনা ১ আসনে নৌকার প্রার্থী ননিগোপাল মন্ডলের বিজয়ঃ
Spread the love

খুলনা ১ আসনে নৌকার প্রার্থী ননিগোপাল মন্ডলের বিজয়

 

বটিয়াঘাটা উপজেলায় বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়তে শুরু করেছে। ভোর ৬ টায় নিরপেক্ষতার সাথে উপজেলা প্রসাশন বিভিন্ন কেন্দ্রে ব্যালট পেপার পৌঁছে দিয়েছে।বটিয়াঘাটা উপজেলায় মোট ভোট কেন্দ্র ৬১ টি ও ভোটার ১৫৭২৮৫, সকালে ভোটার উপস্থিতি কম থাকলে শীত ও কুয়াশার চাদর পাশ কাটিয়ে বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়তে শুরু করেছে। শান্তি পূর্ণ পরিবেশে ভোট গ্ৰহণ চলছে। অত্যন্ত স্বচ্ছতা, নিরপেক্ষতা এবং কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আজ রবিবার ৭ ই জানুয়ারী ২০২৪ ইং ভোর ৬টা থেকে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে বিভিন্ন ভোট কেন্দ্রে ব্যালট পেপার বিতরণ করা হয়।সেনাবাহিনী ,পুলিশ , আনসার , বিজিবির সহযোগিতায় প্রতিটা ভোট কেন্দ্রে ব্যালট পেপার পৌঁছে দেয়া হয়।শতভাগ স্বচ্ছতা এবং নিরপেক্ষতা নিশ্চিত করতে ভোর থেকেই ভোট কেন্দ্রে ব্যালট পেপার পাঠানো হয়।উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার পর্যায়ক্রমে ব্যালট পেপার বিতরণ করেন।
সহকারি রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার খান মাসুম বিল্লাহ বলেন , স্বচ্ছতা , নিরপেক্ষতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে আজ ভোর ৫টা থেকে দূর পাল্লার কেন্দ্র এবং পরবর্তীতে পর্যায়ক্রমে বিভিন্ন ভোট কেন্দ্রে ব্যালট পেপার প্রেরণ করা হয়।তিনি বলেন , সংসদ নির্বাচন হবে সম্পূর্ণ অবাধ ,নিরপেক্ষ , সুষ্ঠু এবং শান্তিপূর্ণ।সরকারি রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার বলেন স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ভোর ৫টা থেকে ব্যালট পেপার বিতরণ শুরু হয় ।তিনি বলেন , কোন প্রকার অনিয়ম , স্বজনপ্রীতি , ভোট কারচুপি বরদাশত করা হবে না।তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সু শৃঙ্কল পরিবেশে এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে সকল মহলের সার্বিক সহযোগিতা কামনা করেন।উল্লেখ্য যে, শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করতে এবারে ভোটের আগের দিনে ভোট কেন্দ্রে ব্যালট পেপার না পাঠিয়ে সকালের দিকে পাঠানো হয়।প্রশাসনের এ দূরদর্শী পদক্ষেপ পূর্বের সকল ইতিহাস ভঙ্গ করেছে। এছাড়া অন্যান্য কেন্দ্র ঘুরে জানা যায় , ভোটার উপস্থিতি অত্যন্ত কম ছিল। বেলা ১২ টা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছিল কোথাও কোন অপৃতিকর ঘটনার খবর পাওয়া যায়নি ৪ টায় ভোট গ্রহন শেষ হয় বটিয়াঘাটা উপজেলায় ৬৮৪০৫ ভোট পায় ও দাকোপ -৭৪১১৩ ভোট পায় মোট ১৪২৫১৮ পেয়ে নৌকার প্রার্থী ননিগোপাল মন্ডল বে সরকারি ভাবে নির্বাচিত হন। বটিয়াঘাটায় ৩৭৬৬ ও দাকোপে ১৪৯৬ মোট ৫২৬২ পেয়ে ড.প্রশান্ত রায় দ্বিতীয় হন,জাতীয় পার্টির প্রার্থী কাজী হাসানুর রশিদ লাঙ্গল প্রতীক বটিয়াঘাটা ২৫৪৬ দাকোপ ৮৫০ ভোট পায় মোট ৩৩৯৬ ভোট পেয়ে তৃতীয় হন।এাডহ গোবিন্দ চন্দ্র প্রামানিক বটিয়াঘাটায় সোনালী আঁশ মার্কায় ১৫৯৭ ভোট পায়,দাকোপ ৫৫১ ভোট পায় মোট ২১৪৮ ভোট পেয়ে চতুর্থ হন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31