
দুবলার চর,সুন্দরবনে ওটার ট্রিটমেন্ট প্লান্ট এর শুভ উদ্ভোদনঃ
শ্রী নিত্যানন্দ মহালদার বটিয়াঘাটা উপজেলা খুলনা প্রতিনিধিঃ
২৬ নভেম্বর রবিবার ২ টায় সুন্দরবনে থাকা জেলে ও পরমেশ্বর ভগবান শ্রী কৃষ্ণের রাস যাত্রায় আসা পূরনার্থীদের সুপিয় জল পান করানোর জন্য, দুবলার চর সুন্দর বনে ওটার ট্রিটমেন্ট প্লান্ট এর শুভ উদ্ভোদন করেন, এম খূরশীদ হোসেন(পিবিএমবার)পিপিএম অতিরিক্ত আইজিপি (গ্রেড ১)মহাপরিচালক র্যাব ফোর্সেস,
ব্যাবস্থাপনায় র্যাব ৬, এসময় ১০ টি নারকেল চারা রোপন শেষে বক্তব্য প্রদান করেন, সুন্দরবনকে জলধুস্যু মুক্ত ঘোশনয় র্যাবের ভুমিকায় প্রধান,ডাকাতদের আত্মসমর্পনের পর তাদের কর্মসংস্থান সহ ৩ বছর পুর্ণ হয়।
ভিউ: ২৫৪










