কলমাকান্দায় সংসদ সদস্যকে সংবর্ধনা
সাব্বির খান জয়
উপজেলা প্রতিনিধি
কলমাকান্দা উপজেলা আওয়ামীলীগ এর উদ্যেগে সংসদ সদস্যকে সংবর্ধনা দেওয়া হয়।
আজ ১৩ ই অক্টোবর, জানা যায় নেত্রকোনা ১ (কলমাকান্দা – দুর্গাপুর) আসন এর সংসদ সদস্য জনাব মানু মজুমদার নেত্রকোনা জেলা আওয়ামী লীগের ১ নং সহ সভাপতি নির্বাচিত হওয়ায় কলমাকান্দা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে সংবর্ধনা দেওয়া হয়। কলমাকান্দা উপজেলা অডিটোরিয়ামে এ সংবর্ধনা দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন কলমাকান্দা উপজেলা আওয়ামী লীগের সভাপতি জনাব আনোয়ার হোসেন আজাদ, এবং সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন কলমাকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল খালেক তালুকদার এবং ক্যামেলিয়া মজুমদার। এ সময় আরো উপস্থিত ছিলেন কলমাকান্দা উপজেলা আওয়ামী যুবলীগ এর সাধারণ সম্পাদক বাবু পলাশ কান্তি বিশ্বাস, এবং ছাত্রলীগ এর আহবায়ক সোহেল রানা এবং যুগ্ন আহবায়ক টিপু সুলতান। আরো উপস্থিত ছিলেন কলমাকান্দা উপজেলা আওতাধীন ইউনিয়নের আওয়ামী লীগের অঙ্গ সংগঠন এর নেতৃবৃন্দ। প্রথমে কোরআন তেলাওয়াত দিয়ে অনুষ্ঠান শুরু হয় এবং জাতীয় সংগীত, দলীয় সংগীত পাঠ করা হয়। একে একে আওয়ামী লীগ,যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ বক্তারা বক্তব্য পেশ করেন। তারা বলেন উন্নয়নের অগ্রগতি বজায় রাখার জন্য নৌকার বিজয় সুনিশ্চিত করা সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা। অনুষ্ঠান শেষে মাননীয় সংসদ সদস্য জনাব মানু মজুমদার তিনি বলেন, উন্নয়নের স্বার্থে নৌকার বিকল্প নেই, সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।