কুতুপালংয়ে এই প্রথম কম খরচে বিশ্বমানের উন্নত প্রযুক্তির চিকিৎসা সেবা নিয়ে আমরা “আলিফ হাসপাতাল” শুভ উদ্বোধন
আহসান উল্লাহ উখিয়া উপজেলা প্রতিনিধি কক্সবাজার)
কক্সবাজারের উখিয়া-টেকনাফ সড়কে কুতুপালং এই প্রথম কম খরচে বিশ্বমানের উন্নত প্রযুক্তির চিকিৎসা সেবা নিয়ে আমরা “আলিফ হাসপাতাল” শুভ উদ্বোধন করেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী।
১৩ অক্টোবর বেলা সাড়ে ১১টায় কুতুপালং বাজার সংলগ্ন এই প্রথম কম খরচে বিশ্বমানের উন্নত প্রযুক্তির চিকিৎসা সেবা নিয়ে আলিফ হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠান সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা নির্বাহী অফিসার ইমরান হোসেন সজীব, উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা একাডেমির সুপারভাইজার বদরুল আলম।
বিশ্বমানের উন্নত প্রযুক্তির চিকিৎসা সেবা নিয়ে উক্ত আলিফ হাসপাতালের চেয়ারম্যান ও রাজাপালং ইউনিয়ন পরিষদের ৯নং ওয়াডের ইউপি সদস্য ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন কক্সবাজার মেডিকেল কলেজের সিনিয়র কনসালট্যান্ট ডাঃ আলী হোছন সুমন, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রিয়াজুল হক রিয়াজ, আলিফ হাসপাতালের ব্যবস্থাপনা সদস্য মাহবুব আলম মাহাবু,সৈয়দ মোহাম্মদ নোমান, মোঃ আলমগীর, আরমান খান জয়, আলিফ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ বি সি বড়ুয়া। হাঙ্গর ঘোনার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হক আজাদ, কাজি হেলাল উদ্দিন সহ অন্যান্য অতিথিবৃন্দ ও উপস্থিত ছিলেন অন্যান্য রাজনৈতিকবৃন্দ, ব্যবসায়ীবৃন্দ, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ সহ উক্ত হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক কমিটির সকল সদস্যবৃন্দরা।