পার্বত‌্য চট্টগ্রাম ছাত্র প‌রিষদ ঢাকা মহানগর শাখার নেতৃ‌ত্বে অ‌পি ও রা‌সেল মাহমুদ
Spread the love

পার্বত‌্য চট্টগ্রাম ছাত্র প‌রিষদ ঢাকা মহানগর শাখার নেতৃ‌ত্বে অ‌পি ও রা‌সেল মাহমুদ

নিজস্ব প্রতি‌বেদক,

আজ (১৩ অক্ট‌োবর) রোজ শুক্রবার বারাকা ক‌মিউ‌নি‌টি সেন্টা‌রে পার্বত‌্য চট্টগ্রাম ছাত্র প‌রিষদ, ঢাকা মহানগর শাখার এক স‌ম্মেলন অনু‌ষ্ঠিত হয়।

পার্বত‌্য চট্টগ্রাম ছাত্র প‌রিষদ, কেন্দ্রীয় ক‌মি‌টির তত্ত্বাবধা‌নে উক্ত অনুষ্ঠা‌নে প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন পার্বত্য চট্রগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান কাজী ম‌জিবুর রহমান, প্রধান বক্তা হি‌সে‌বে ছি‌লেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের সহ-সভাপতি শেখ আহ‌মেদ রানা, বি‌শেষ অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন পি‌সিএনপির সহ-সভাপ‌তি বীর মু‌ক্তিযুদ্ধা ম‌নিরুজ্জামান ম‌নির, পি‌সিএস‌পি কে‌ন্দ্রীয় সহ-সভাপ‌তি ও ঢাকা মহানগর সভাপ‌তি আব্দুল হা‌মিদ রানা এবং পি‌সিএন‌পি ঢাকা মহানগর সাধারণ সম্পাদক শাহ জাহান সাজু।

অনুষ্ঠানে প্রধান অ‌তি‌থি তার বক্ত‌ব্যে ব‌লেন, আমা‌দের মূল সমস‌্যা একতাবদ্ধতা আমরা বাঙালিরা এক হ‌তে পা‌রি না সব সময় ইগোনি‌য়ে ব‌সে থা‌কি শুধু তাই নয় নি‌জে‌দের স্বার্থ ন‌িজে আদায় কর‌তে ভয় পাই। তি‌নি আ‌রো ব‌লেন আপনারা আমা‌তের সা‌থে আসেন দল যার যার পার্বত‌্য চট্টগ্রাম নাগ‌রিক প‌রিষদ সবার। আমরা সবাই‌কে নি‌য়ে কাজ কর‌তে চাই পাহা‌ড়ে শা‌ন্তি বজায় রে‌খে বসবাস কর‌তে চাই।

প্রধান বক্তা ব‌লেন, আজ তোমা‌দের এক‌টি নতুন প‌রিবার উপহার দি‌চ্ছি ম‌নে রাখবা আজ থে‌কে তোমরা একটা প‌রিবার তো‌মাদের ঐক‌্য বিনষ্ট করার অ‌নেক চক্রান্ত চলবে কিন্তু তা‌তে পা দেওয়া যা‌বে না। আমা‌দের মূল লক্ষ‌্য পার্বত‌্য চট্টগ্রা‌মের নির্যাতিত মানু‌ষের পা‌শে দাঁড়ানো। খুন করা খু‌নের আসামীদের বিচ‌ারের আওতায় আনা ।

এ অনুষ্ঠা‌নের সভাপ‌তিত্ব ক‌রেন পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ, ঢাকা মহানগর শাখার সভাপতি ইব্রাহীম খলিল অ‌পি ও সঞ্চালনা ক‌রেন পার্বত‌্য চট্টগ্রাম ছাত্র প‌রিষদ, ঢাকা মহানগর শাখার সাধারণ সম্পাদক রা‌সেল মাহমুদ।

এ সময় পি‌সি‌সি‌পি সাত ক‌লেজ শাখার সভাপ‌তি দিদারুল আলমসহ ,জগন্নাথ বিশ্ব‌বিদ‌্যালয় শাখা ও অন‌্যান‌্য ইউ‌নি‌টের নেতৃবৃন্দ উপ‌স্থিত ছি‌লেন ।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
282930