
নলছিটি ভবানীপুরে ভাঙ্গা ব্রিজ নিয়ে দুর্ভোগে এলাকাবাসী
ভবানীপুর ভাঙ্গা ব্রিজ নিয়ে দুর্ভোগের স্বীকার হয়েছেন এলাকাবাসী। ভাঙ্গা
ও সরু ব্রিজ দিয়ে চলাচলে যে কোন মুহুর্তে দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।
নাচনমহল ইউনিয়নের ভবানীপুর ও চাদপুরা সড়কের ঝুকিপূর্ণ ব্রিজ দিয়ে প্রতিনিয়ত চলছে যাত্রী ও পণ্যবাহী যানবাহন।
ভবানীপুর ও চাদপুরা গ্রামের মধ্যবর্তী স্থানে অবস্থিত ব্রীজটি দিয়ে প্রতিদিন পণ্যবাহী যানবাহনসহ হাজার হাজার মানুষের চলাচল। সম্প্রতি ব্রিজের উপর দিয়ে সংযোগস্থল। বিকল্প রাস্তা না থাকায় এলাকাবাসী বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন।
এ সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত সময়ে ব্যাবস্থা না করলে দেখা দিবে জনদুর্ভোগ। ইতিমধ্যে এ বিষয়ে নানান রকমের প্রশ্ন তুলছেন এলাকার বাসিন্দারা।
দ্রুত সময়ের মধ্যে এ ব্রিজটির কাজ না করলে যে কোন সময়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
অনেক বছরের পুরাতন ব্রীজটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। স্থানীয়রা জানায় দীর্ঘ অনেক বছর যাবৎ ব্রিজটি অনেকটা বিধ্বস্ত অবস্থায় পড়ে আছে। জরুরী ভিত্তিতে এগুলো মেরামত করা না হলে যে কোনো সময় ধসে পড়তে পারে।
অন্যদিকে ব্রিজটি ভেঙে নতুন ব্রিজ নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
ঝালকাঠির জেলা প্রতিনিধি
মোঃ শাকিল খলিফা