বাঁশখালীতে আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত
চট্টগ্রাম বাঁশখালী উপজেলা প্রতিনিধি:আরিফুল ইসলাম।
আগামী ২৮ অক্টোবর দক্ষিণ চট্টগ্রামে বঙ্গবন্ধু টানেল উদ্বোধন উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর আগমন ও জনসভা সফল করতে আজ (১১ অক্টোবর) বৃহস্পতিবার বিকেলে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোতাহেরুল ইসলাম চৌধুরী। বক্তব্য রাখেন, দক্ষিণ জেলা আওয়ামীলীগ নেতা এ্যাডভোকেট মুজিবুল হক চৌধুরী, সাবেক ছাত্রনেতা আবদুল কাদের সুজন, শাহজাদা মহিউদ্দিন, দক্ষিণ জেলা শ্রম বিষয়ক সম্পাদক খোরশেদ আলম, সৈয়দুল মোস্তফা রাজু, নঈমুল হক পারভেজ, প্রবীণ নেতা আবু সাঈদ, উপজেলা আওয়ামীলীগের সেক্রেটারী অধ্যাপক আবদুল গফুর, উপজেলা চেয়ারম্যান চৌধুরী মুহাম্মদ গালিব সাদলি, চেয়ারম্যান এ্যাডভোকেট আনম শাহাদাত আলম, চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী, সাবেক চেয়ারম্যান মহিউদ্দিন চৌধুরী খোকা, ছরওয়ার আলম, পৌর মেয়র এ্যাডভোকেট তোফাইল বিন হোসাইন, চেয়ারম্যান কফিল উদ্দীন চৌধুরী, কায়েশ ছরওয়ার সুমন, মোস্তাক আলী টিপু প্রমুখ। সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী বলেন, আগামী ২৮ অক্টোবর মাননীয় প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে জনসভাকে জনসমুদ্রে পরিনত করতে নেতাকর্মীদের প্রতি আহবান জানান তিনি।
ছবি ক্যাপশন (১), প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে আওয়ামীলীগের বর্ধিত সভায় বক্তব্য রাখছেন এমপি মোস্তাফিজুর রহমান চৌধুরী।