আলমডাঙ্গাতে ইউপি মেম্বার অ্যাসোসিয়েশন গঠিত হয়েছে।
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা ১৫টি ইউনিয়ন পরিষদের সাধারণ ও সংরক্ষিত নারী সদস্যদের নিয়ে গঠিত হয়েছে ‘ উপজেলা ইউপি মেম্বার এসোসিয়েশনে’ কমিটি গঠন ।
বৃহস্পতিবার ১২ই অক্টোবর বেলা ১১ টার সময় আলমডাঙ্গা বাবুপাড়া কমিউনিটি সেন্টারে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে মেম্বার অ্যাসোসিয়েশনে কমিটি গঠন হয়েছে । এতে সর্বসম্মতিক্রমে চুয়াডাঙ্গা জেলা পরিষদের সদস্য
মজনু রহমান জান্টুকে আহ্বায়ক কমিটির সদস্য করা হয়। পরবর্তীতে সবার উপস্থিতিতে পূর্ণাঙ্গ কমিটি করা হবে।
ডাউকি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান লাবলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,চুয়াডাঙ্গা জেলা পরিষদের সদস্য মজনু রহমান জান্টু,
অনুষ্ঠানে লিটন মোল্লার উপস্থাপনায়
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
আলমডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সভাপতি নাহিদ হাসান ও প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মন্টুসহ ১৫ টি ইউনিয়ন থেকে আগত মেম্বারগন।