সংসদীয় আসন খুলনা- ০৩ (খালিশপুর, দৌলতপুর, খানজাহান আলী)
খুলনা প্রতিনিধি কাজী রায়হান তানভীর(সৌরভ)
এই আসনের বর্তমান সাংসদ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শ্রমিকনেতা, মরহুম অধ্যাপক আবু সুফিয়ান (বীর প্রতীক) এর সহধর্মীনি, শ্রমজীবী মেহনতি মানুষের কল্যাণ এবং অধিকার আদায়ের বলিষ্ট কন্ঠস্বর, প্রখ্যাত শ্রমিক নেত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বর্তমান সফল শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান (এম.পি)।মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন, শেখ হাসিনার আস্থাভাজন হয়ে শ্রমিক সমাজের অকৃত্রিম বন্ধু হিসেবে নিজেকে তুলে ধরতে সক্ষম হয়েছেন৷
বেগম সুফিয়ান সব সময়েই বলেন এ দেশের লাখো কোটি শ্রমজীবী, মেহনতি ও অসহায় মানুষের ভালোবাসা এবং বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার আশীর্বাদ নিয়ে আজ আমি জনপ্রতিনিধি হয়ে জনসেবার সুযোগ পেয়েছি। মৃত্যুর আগ পর্যন্ত আমি এই শ্রমজীবি মানুষের হয়ে কথা বলে যাবো৷
এমন একজন দায়িত্বশীল মানুষকে এই অঞ্চলের মানুষেরা সবসময় পাশে চায়৷ এখানকার মানুষেরা মনে করে তার মত বিচক্ষণ নেতৃত্ব এখনো এই অঞ্চলে সৃষ্টি হয়নি৷
তার নেতৃত্বে খালিশপুর, দৌলতপুর, খানজাহান আলী এখন বাংলাদেশ আওয়ামী লীগের একটি ভোট ব্যাংক৷
এই বিশাল ভোট ব্যাংক কে রিজার্ভ করতে হলে আগামীতেও বেগম মন্নুজান সুফিয়ান এম.পি এর কোনো বিকল্প আওয়ামী লীগ এর কাছে নেই বলে মনে করছেন এই আসনের নেতা ও কর্মীরা।
করোনা মহামারীর সময়ে অনেক নেতাকে খুঁজে পাওনা না গেলেও তিনি তার নির্বাচনী এলাকার মানুষের পাশে দাড়িয়েছেন৷ তার নির্দেশনায় যুবলীগ এবং ছাত্রলীগ দায়িত্ব নিয়ে খালিশপুর, দৌলতপুর, খানজাহান আলী থানার সকল মসজিদের ইমাম মুয়াজ্জিন খাদেম থেকে শুরু করে চা এর দোকানদার, মুদি দোকানদার এবং অসহায় মানুষদের শেখ হাসিনার উপহার খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে বলে দাবি করেছেন এ অঞ্চল এর ভোটাররা।
যাকে মানুষ সবসময় কাছে পায় এমন নেতাই আগামীতেও এই অঞ্চলের মানুষ কাছে চায়৷
খুলনা ৩ আসন এর সাধারণ মানুষের কাছে বেগম মন্নুজান সুফিয়ান এম.পি এর বিকল্প এই অঞ্চলে নাই৷