১০ হাজার লোক নিয়ে শাহজাদপুরে সাবেক মেয়র মিরুর উন্নয়ন শোভাযাত্রা
মো: তারেক রহমান সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
সিরাজগঞ্জের শাহজাদপুর পৌরসভার সাবেক মেয়র হালিমুল হক মিরুর নেতৃত্ব বিশাল উন্নয়ন শোভাযাত্রা হয়েছে। বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার বিসিক বাসস্ট্যান্ড থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে শাহজাদপুর ইব্রাহিম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে শেষ হয়।
শেখ হাসিনার সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের তথ্য সম্বলিত ব্যানার-ফেস্টুন নিয়ে প্রায় ১০ হাজার মানুষ এতে অংশ নেন।
শোভাযাত্রার আগে এক সমাবেশে সাবেক পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হালিমুল হক মিরু বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে।
উন্নয়নে শেখ হাসিনার বিকল্প নেই। তাই দেশের স্বার্থে নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
এসময় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক আল-আমিনসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন