বিএসটিআই, খুলনা সার্ভিল্যান্স ও কারখানা পরিদর্শন (পণ্যের মান নিয়ন্ত্রণ)
Spread the love

বিএসটিআই, খুলনা সার্ভিল্যান্স ও কারখানা পরিদর্শন (পণ্যের মান নিয়ন্ত্রণ)

অদ্য ০৯-১০-২০২৩ খ্রিঃ তারিখে বাগেরহাট জেলার বিভিন্ন উপজেলায় পানির প্রতিষ্ঠান সরেজমিনে পরিদর্শন করে বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করা হয়।

উক্ত অভিযানে:
১। মধুমতি ড্রিংকিং ওয়াটার; বারাকপুর, সদর, বাগেরহাট রাতে উৎপাদন, বিক্রয় বিতরণ করে
২। ম্যাক্স ড্রিংকিং ওয়াটার; গজালিয়া বাজার, কচুয়া, বাগেরহাট উৎপাদন, বিক্রয় বিতরণ বন্ধ আছে এমন আলামত মিলেছে
৩। ছাল জাবিল ড্রিংকিং ওয়াটার; খারদ্বার, বাগেরহাট বর্তমানে টেন স্টার ড্রিংকিং ওয়াটার নামে লাইসেন্স প্রাপ্ত প্রতিষ্ঠান যার লাইসেন্সের মেয়াদ ৩০.০৬.২০২৬
৪। অর্পা ড্রিংকিং ওয়াটার; বয়ারশিংগী, কচুয়া, বাগেরহাট বন্ধের উপক্রম
৫। চৈতি ড্রিংকিং ওয়াটার; বয়ারশিংগী, কচুয়া, বাগেরহাট নতুন প্রতিষ্ঠান, বয়স ৪০-৪৫ দিন। ভিতরে খুব সীমিত জায়গা।
৬। রাফিন পিওর ড্রিংকিং ওয়াটার; চরকাঠি, বাগেরহাট একটি রুমে খুব সীমিত জায়গায় প্রতিষ্ঠানটি উৎপাদন করছে।
৭। প্যারেন্টস ড্রিংকিং ওয়াটার; বয়ারশিংগী, কচুয়া, বাগেরহাট ৮ ফুট *৭ফুট আকারের খুব সীমিত জায়গা।
৮। সুবল ড্রিংকিং ওয়াটার; আবেতা, বনগ্রাম, বাগেরহাট একটি রুমে খুব সীমিত জায়গায় প্রতিষ্ঠানটি উৎপাদন করছে। কমিউনিটি ক্লাইমেট চেঞ্জ প্রজেক্টের আওতায় ১৫,০০,০০০/- আর্থিক সহায়তায়।
৯। সিমা ড্রিংকিং ওয়াটার; আবেতা, বনগ্রাম, বাগেরহাট প্রতিষ্ঠানটি টিনের ঘরের একটি রুমে খুব সীমিত জায়গায় প্রতিষ্ঠানটি উৎপাদন করছে।
১০। আকিদুল ড্রিংকিং ওয়াটার; বড়গুলা, মোড়লগঞ্জ, বাগেরহাট প্রতিষ্ঠানটি একটি রুমে খুব সীমিত জায়গায় নোংরা পরিবেশে উৎপাদন করছে।
১১। বুলবুল ড্রিংকিং ওয়াটার; বালিডাঙ্গা মোড়, মোড়লগঞ্জ, বাগেরহাট প্রতিষ্ঠানটি পরিদর্শন কালে হুজ পাইপ দিয়ে পানি ভরছিল।
১২। নিউটন ড্রিংকিং ওয়াটার; বড়াইখালী, কচুয়া, বাগেরহাট প্রতিষ্ঠানটি কিছু মান্নোয়ন করা হলে লাইসেন্স পাওয়ার উপযোগী হবে।
১৩। মিরা ড্রিংকিং ওয়াটার; ফতেহপুর, পালপাড়া, সদর, বাগেরহাট প্রতিষ্ঠানটি বন্ধ পাওয়া যায়। উক্ত প্রতিষ্টানটি গত ৫ মাসে তিন বার মালিকানা পরিবর্তন করেছে।
১৪। ফোর স্টার ড্রিংকিং ওয়াটার; ফকিরডাঙ্গা, সদর, বাগেরহাট প্রতিষ্ঠানটিকে অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদন করা অবস্থায় পাওয়া যায়
১৫। এম আর ড্রিংকিং ওয়াটার; গোরস্থান মোড়, সদর, বাগেরহাট প্রতিষ্ঠানটি বন্ধ পাওয়া যায়। মালিক প্রবাসী হওয়ায় প্রতিষ্ঠান আর উৎপাদন করবে না মর্মে জানানো হয়।
১৬। মিঠাপানি ড্রিংকিং ওয়াটার; ফতেহপুর, পালপাড়া, সদর, বাগেরহাট প্রতিষ্ঠানটিতে উৎপাদন পাওয়া যায় এবং প্রতিষ্ঠানটি তাৎক্ষনিক প্রয়োজনীয় কাগজপত্রাদি দিয়ে দরখাস্ত প্রদান করেছেন।
১৭। প্রজাপতি ড্রিংকিং ওয়াটার; সদর, বাগেরহাট প্রতিষ্ঠানটি চালু পাওয়া যায় কিন্তু প্রতিষ্ঠানটি তাদের উৎপাদন একটি মাত্র রুমে সম্পন্ন করে।
১৮। খান জাহান আলী ড্রিংকিং ওয়াটার; সাহাপাড়া, সদর, বাগেরহাট প্রতিষ্ঠানটি চালু পাওয়া যায়। ইতোপূর্বে প্রতিষ্ঠানটিতে দুই দফায় ২৫,০০০/- ও ৫০,০০০/- জরিমানা করা হয় এবং ম্যানেজারকে ১ মাস করাদন্ড প্রদান করা হয়েছিল।
১৯। নাফি ড্রিংকিং ওয়াটার; স্টেডিয়াম মোড়, সদর, বাগেরহাট প্রতিষ্ঠানটি চালু পাওয়া যায় কিন্তু মালিক অনুপস্থিত ছিলেন।
২০। বারাকাহ ড্রিংকিং ওয়াটার; নাগের বাজার, সদর, বাগেরহাট প্রতিষ্ঠানটি চালু পাওয়া যায় এবং প্রতিষ্টানটিকে মুডিফাই করে দ্রুত লাইসেন্স গ্রহনের পরামর্শ প্রদান করা হয়।
২১। বেইল ড্রিংকিং ওয়াটার; মুন্সিগঞ্জ সংযোগ সড়ক, সদর, বাগেরহাট প্রতিষ্ঠানটির প্রিলিমিনারি পরিদর্শন শেষ।
২২। হালাল ড্রিংকিং ওয়াটার; সোনাতলা, বাগেরহাট প্রতিষ্ঠানটি চালু। ইতিমধ্যে ২৫,০০০/- জরিমানা করা হয়েছে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে।
২৩। নিউ মা ড্রিংকিং ওয়াটার; মুনিগঞ্জ, বাগেরহাট প্রতিষ্ঠানটি বন্ধ করে দেওয়া হয়েছে।

টেন স্টার ড্রিংকিং ওয়াটার এর অন্তর্ভুক্ত প্রতিষ্ঠানসমূহ:
২৪। এ বি ড্রিংকিং ওয়াটার; আমলাপাড়া গ্রীনহাট সংলগ্ন
২৫। জয় ড্রিংকিং ওয়াটার; কোর্ট মসজিদ সড়ক, বসুন্ধরা মার্কেট, বাগেরহাট
২৬। জান্নাত ড্রিংকিং ওয়াটার; দশানী, বাগেরহাট
২৭। ইভান ড্রিংকিং ওয়াটার; পুরাতন বাজার, বাগেরহাট
২৮। মাইশা ড্রিংকিং ওয়াটার; খারদ্বার, বাগেরহাট
২৯। আসল ড্রিংকিং ওয়াটার; সায়েড়া, বাগেরহাট
৩০। মুন ড্রিংকিং ওয়াটার; গোটাপাড়া, বাগেরহাট।

উক্ত সময়ে জেলা প্রশাসক, বাগেরহাট ও পুলিশ সুপার এর কার্যালয়ে বিশ্ব মান দিবস-২০২৩ এর ফেস্টুন, পোস্টার ও নিয়ন্ত্রনপত্র প্রদান করা হয়।

উক্ত অভিযানটি বিএসটিআই, খুলনা এর জনাব দীপঙ্কর কুমার দত্ত, ফিল্ড অফিসার (সিএম) ও মোঃ শাহানূর হোসেন খান, ফিল্ড অফিসার (সিএম) কর্তৃক পরিচালিত হয়।

সর্বশেষ খবর

বিএসটিআই, খুলনা সার্ভিল্যান্স ও কারখানা পরিদর্শন (পণ্যের মান নিয়ন্ত্রণ)

Sat Sun Mon Tue Wed Thu Fri
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031