শেখ হাসিনার হাতকে শক্তশালি ও উন্নত দেশ গড়তে আবারও নৌকায় ভোট দিন
শ্রী নিত্যানন্দ মহালদার বটিয়াঘাটা উপজেলা( খুলনা) প্রতিনিধিঃ
বৃহস্পতিবার ১১ অক্টোবর বিকেল ৪ টায় গণসংযোগ সাপ্তাহিক হাটের দিন দাকোপ উপজেলার চালনা বাজারের বিভিন্ন মোড়ে মোড়ে আওয়ামী সরকারকে আবারও ক্ষমতায় আনতে নৌকা প্রতীকে ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনার হাত শক্তিশালী করতে জনগণকে, সরকারের নিরবিচ্ছিন্ন বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে বক্তব্য প্রদান করছেন ড. প্রশান্ত কুমার রায় গণসংযোগের অংশ হিসেবে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন ও স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য জননেত্রী শেখ হাসিনা, মাননীয় প্রধানমন্ত্রীর দৃঢ় পদক্ষেপ সম্পর্কে দাকোপ উপজেলার জনগণকে অবহিত করেন ও পুনরায় আবারও নৌকা প্রতীকে বিপুল ভোট দিয়ে বিজয়ী করে, বাংলাদেশ আওয়ামী লীগ সরকারকে দেশের উন্নয়ন ধারাকে গতিশীল রাখতে আজ দাকোপের সাপ্তাহিক হাটে আগত জনগণের প্রতি জোরালো আহবান জানান দাকোপ -বটিয়াঘাটা, খুলনা – ১ আসন হতে নৌকার মনোনয়ন প্রত্যাশী ড. প্রশান্ত কুমার রায় সাবেক সচিব। এ সময়ে তার সঙ্গে আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিকলীগে,ছাত্রলীগ সহ অঙ্গ সংগঠনের অর্ধশতাধিক বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত আছেন তন্মধ্যে প্রাণগোপাল বৈরাগী,রাজকুমার রায়, শেখ রাসেল, শেখ সালাম,রেভারেন্ড দিলীপ সরকার, গৌতম রায়,বিধান মন্ডল, ধ্রুব বৈরাগী, আরতি রায়,কুন্তল রায়,রহমান শেখ প্রমুখ।