আলমডাঙ্গা থানা কর্তৃক মাদক বিরোধী অভিযানে ৫০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার গ্রেফতার ১।
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক বিরোধী অভিযানে ওসমানপুর গ্রাম থেকে ৫০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ স্বপন নামে এক জনকে গ্রেফতার করেছে পুলিশ।
থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথের নেতৃত্বে এসআই মোঃ তরিকুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে ১১ ই আগস্ট বুধবার ২০২৩ তারিখে আনুমানিক তিনটার সময় আলমডাঙ্গা থানাধীন ওসমানপুর বাজারে মোঃ হাসান তারেক এর মুদি দোকানের সামনে পাঁকা রাস্তার উপর হইতে প্রাগপুর, গ্রামের মৃত আজিম উদ্দিন বিশ্বাসের ছেলে মোঃ স্বপন (২৫), কে অবৈধ মাদকদ্রব্য ৫০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ হাতে নাতে আটক করেন। এ ব্যাপারে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মামলা রুজু করা হয়।
ভিউ: ১৪৭