সাংবাদিক শওকতের উপরে মিথ্যা মামলার প্রতিবাদে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় ৩নং পাইকরাটি ইউনিয়নে মানববন্ধন করেন এলাকাবাসী।
শান্ত রহমান সুনামগঞ্জ
সুনামগঞ্জ ধর্মপাশা উপজেলা ৩ নং পাইকরাটি ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক ইকবাল বাদী হয়ে ধর্মপাশা থানায় একটি মামলার করেন সেই মামলার প্রতিবাদে আজ গাছতলা বাজারে মানববন্ধন করেন এলাকাবাসী। মিথ্যা মামলা প্রত্যাহার প্রসঙ্গে বক্তব্য রাখেন। আমিনুল হক নয়ন এরং আতিকুল ইসলাম মেম্বার ও মো: মাসুদ রানা প্রমুখ-
এলাকাবাসীর দাবি শওকত নামে যে ছেলেটি গ্রেপ্তার হয়েছে সে নির্দোষ, নিরপরাধ, তাকে ষড়যন্ত্র করে ফাঁসিয়ে দেয়া হয়েছে বলে দাবি করেন এলাকাবাসী। আরো বলেন অবৈধ নিবন্ধন যারা করেছে তাদেরকে আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হোক তদন্তের মাধ্যমে আসল অপরাধী কে চিহ্নিত করা হোক। ইউপি চেয়ারম্যান এবং সচিব সাহেব তাদের দোষ ডাকার জন্য মিথ্যা মামলার মাধ্যমে শওকতকে কারাবন্দি করেছে। তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি ভালোভাবে তদন্ত করে আসল অপরাধী কে আইনের আওতায় আনা হোক এবং সৈকতকে মুক্তির জোর দাবি জানাচ্ছি।