পিরোজপুর কাউখালীতে সচেতনতা উঠান বৈঠক।
Spread the love

পিরোজপুর কাউখালীতে সচেতনতা উঠান বৈঠক।

 

নুরুজ্জামান খোকন
১১/১০/২৩ বুধবার ৩ নং সদর ইউনিয়নের কচুয়াকাঠী/ কুমিয়ান আবাসন প্রকল্পের বসবাসরত সকল নাড়ীদের উপস্থিতিতে, মহিলা অধিদপ্তর কাউখালী উপজেলা শাখার উদ্যোগে – বাল্য বিবাহ,যৌতুক,নারী নির্যাতন, যৌন হয়রানি সহ নারীর প্রতি সকল প্রকার সহিংসতা প্রতিরোধ সংক্রান্ত উঠান বৈঠক আয়োজন করা হয়।

উক্ত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:- উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব, স্বজল মোল্লা, # বিশেষ অতিথি:- উপজেলা ভাইস চেয়ারম্যান, জনাব মৃদুল আহমেদ সুমন, # ৩ নং সদর ইউপি চেয়ারম্যান জনাব মোস্তাফিজুর রহমান,# মহিলা বিষয়ক কর্মকর্তা ও মহিলা পরিষদের নেতৃবৃন্দ।

সর্বশেষ খবর

পিরোজপুর কাউখালীতে সচেতনতা উঠান বৈঠক।

Sat Sun Mon Tue Wed Thu Fri
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031