আলমডাঙ্গা পৌরসভার আয়োজনে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পৌরসভার উদ্যোগে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে নির্বিঘ্ন পূজা উদযাপনের জন্য পৌর এলাকার ২০টি পূজা মন্দিরের সভাপতি ও সম্পাদকদের নিয়ে ৯টি মন্দিরে পূজা উদযাপন হবে এই ব্যাপারে বুধবার ১১ আগস্ট ২০২৩/তারিখে দুপুর বারোটার সময় পৌরসভার অফিস কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র হাসান কাদির গনু,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভা এক প্যানেল মেয়র মজিবুল হক। পৌরসভার স্টাফ হাফিজের উপস্থাপনায়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জহুরুল ইসলাম স্বপন,ও হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের নেতৃবৃন্দ, ও পৌর এলাকার পূজা কমিটি মন্দিরের সভাপতি সাধারণ সম্পাদক সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন,
এ মতবিনিময় সভায় পৌরসভার ২০টি পূজা মণ্ডপের সভাপতি, সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন। এবারে আলমডাঙ্গা পৌরসভার ৯টি পুজামন্ডপে শারদীয় দুর্গাপূজা উদযাপন করা হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি এই দেশে সবাইকে ধর্মীয় দৃষ্টিকোণ হতে সহাবস্থান, ভ্রাতৃপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সহায়তার আহবান করা হয় বক্তব্যে ।