আলমডাঙ্গা থানা কর্তৃক বিশেষ অভিযানে চোরাই মালামাল উদ্ধার সহ গ্রেফতার ৩ জন
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানা এলাকায় মুন্সিগঞ্জ জেহালা ইউনিয়ন থেকে স্থানীয়দের সহযোগিতায় বিশেষ অভিযানে ৩ চৌরচক্র সদস্য কে চোরাই মালামালসহ উদ্ধার করেছে পুলিশ।
থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথের নেতৃত্বে মুন্সিগঞ্জ পুলিশ ক্যাম্পে কর্মরত এসআই মোঃ ইউসুফ আলী সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ক্যাম্প এলাকায় বিশেষ অভিযান ডিউটি পরিচালনাকালে গোপন সংবাদের প্রাপ্তির ভিত্তিতে
বুধবার ১১আগস্ট .২০২৩ তারিখ আনুমানিক বারোটার দিকে আলমডাঙ্গা থানাধীন জেহলা স্টেশনপাড়াস্থ মোঃ মোক্তার হোসেন
বসত বাড়ীর সামনে পাঁকা রাস্তার উপর হইতে আলমডাঙ্গা থানার নতীডাঙ্গা গ্রামের মঙ্গলের ছেলে মোঃ সজিব (২০), মোঃ ইমরান (১৯), পিতা- মোঃ মিনা, জেহালা স্টেশন পাড়ার এলাকার মৃত খলিলের ছেলে মোঃ মানিক হোসেন (২৪), কে ১টি লাল নীল রংয়ের
ম্যাশিন ও ম্যাশিনের সাথে একটি নীল রংয়ের পানিরপাম্প এবং ১টি তিন চাকা বিশিষ্ট দেশীয় তৈরী ব্যাটারী চালিত পাখি ভ্যান গাড়ীসহ হাতে নাতে আটক করেন। এ ব্যাপারে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মামলা রুজু করা হইতেছে।