স্মার্ট বাংলাদেশ গড়তে নৌকার সমর্থনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে করণীয়-শীর্ষক এক
নিত্যাানন্দ মহালদার বটিয়াঘাটা উপজেলা প্রতিনিধি
খুলনা -১ আসনের আ’লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী নৌকা প্রতীকের সম্ভাব্য প্রার্থী অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী, মানবতার ফেরিওয়ালা, বঙ্গবন্ধুর আদর্শের পরিক্ষীত সৈনিক, বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার’র কেন্দ্রীয় প্রধান উপদেষ্টা,স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়’র সাবেক সচিব ড.প্রশান্ত কুমার রায় বলেছেন, “শেখ হাসিনা সরকার বার বার দরকার ” পতিপাদ্যকে সামনে রেখে বঙ্গবন্ধুর সোনার বাংলা এবং প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ২০৪১-এর স্মার্ট বাংলাদেশ গড়তে এবং বঙ্গবন্ধু নৌকার সমর্থনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও নৌকায় ভোট চান।
মতবিনিময় সভায় মঙ্গলবার বিকাল সাড়ে ৫ টায় খুলনার বটিয়াঘাটা উপজেলার ইতিহ্য বাহি জলমা হাটে ও সন্ধা ৬ টায় কাতিয়ানাংলা বাজারে ও সন্ধা ৭ টায় ৩ নং গঙ্গারামপুর ইউনিয়নের আমতলা বাজারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা গুলো বলেন ।
অধ্যাপক অনুপম টিকাদার’র সঞ্চলনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন রাজনৈতিক ব্যক্তিত্ব প্রাণ গোপাল বৈরাগী, রাজকুমার রায়,এ্যাডঃ রমেশ মল্লিক, নারায়ন চন্দ্র রায়, খুলনা বিশ্ববিদ্যালয়ের অবঃপ্রাপ্ত সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক বিধান মন্ডল, তুলসী দাস মালাকার , নিরাপদ বিশ্বাস, সুভাষ রায়,অধ্যাপক মিহির কুমার রায়,নিবেশ গোলদার, মোঃ নাসিরুল্লাহ হীরা, অরবিন্দু মহলদার,নিভানন রায়, রথীন গৌতম রায়,ধ্রুব বৈরাগী, সবুজ মিস্ত্রী প্রমূখ।