পঞ্চগড়ে বিএন পির এক দফা দাবি আদায়ে মিছিল ও সমাবেশ।
Spread the love

পঞ্চগড়ে বিএন পির এক দফা দাবি আদায়ে মিছিল ও সমাবেশ।

 

মোঃ হেকমত আলী মন্ডল প্রতিনিধি

পঞ্চগড়ে জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদে’র নেতৃত্বে এক দফা দাবি আদায়ে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯-অক্টোবর) বিকেলে পাঁচ উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা পঞ্চগড় জেলা শহরের প্রবেশ মুখ গুলো দিয়ে মিছিল নিয়ে দলীয় কার্যালয়ে উপস্থিত হয়। পরে মিছিলটি দলীয় কার্যালয় থেকে বের হয়ে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টোডিয়ামে এসে শেষ হয়। সেখানেই সমাবেশ অনুষ্ঠিত হয়। হাজারো নেতাকর্মীরা এই মিছিল ও সমাবেশে অংশগ্রহণ করে।

সমাবেশ সঞ্চালনা করেন সাবেক জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক শফিউজ্জামান পাটোয়ারী (রুবেল), বক্তব্য রাখেন পঞ্চগড় সদর উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব আনোয়ার হোসেন, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক এ্যাড.মির্জা নাজমুল ইসলাম কাজল, সাবেক পৌর বিএনপির সভাপতি ও জেলা বিএনপির যুগ্ন আহবায়ক এ্যাড.আদম সুফি, বর্ষিয়ান নেতা ও জেলা বিএনপির আহবায়ক জাহিরুল ইসলাম কাচ্চু জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ প্রমুখ।

তৃণমূল বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের অভিভাবক ফরহাদ হোসেন আজাদ বলেন, আর কোনো মিছিল মিটিং নয় এবারে কঠোর কর্মসুচি আসবে।যারা আমাদের দলের চেয়ারপার্সন জনগণের ভোটে নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া একজন অসুস্থ ব্যক্তি আমাদের মা তিনাকে নিয়ে যে কটুক্তি করছেন এর দাঁতভাঙ্গা জবাব দেয়ার সময় এসেগেছে।

আওয়ামী অবৈধ সরকারের পদত্যাগ ও সংসদ বিলুপ্তসহ নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধিনে নির্বাচন দিতে হবে ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির এক দফা দাবি আদায়ে যে কঠোর কর্মসুচির ডাক আসবে আমরা সেই ডাকে রাজপথে নেমে বিজয় নিয়েই ঘরে ফিরবো ইনশাআল্লাহ। প্রয়োজনে শহীদ হবো তবু রাজপথ ছাড়বোনা ছাড়বোনা। এসময় ছাত্রদল,যুবদল,সেচ্ছা সেবক দল,শ্রমিক দল,মহিলা দলসহ সর্বস্তরের নেতাকর্মীদের ধন্যবাদ জানান ফরহাদ হোসেন আজাদ।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930