শ্রীপুরে স্বামীর সাথে বনিবনা না হওয়ায় নববধূর আত্মহত্যা
Spread the love

শ্রীপুরে স্বামীর সাথে বনিবনা না হওয়ায় নববধূর আত্মহত্যা

 

সোহেল রানা,গাজীপুর

গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার চন্নাপাড়া গ্রামের একটি ভাড়া বাড়ি থেকে আইরিন আক্তার নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (১০ অক্টোবর) সকালের দিকে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এ এফ এম নাসিম বলেন বিষয়টি নিশ্চিত করেছেন। এরআগে, সোমবার রাত সাড়ে দশটার দিকে ঘটনাস্থল থেকে এই লাশ উদ্ধার হয়।

নিহত আইরিন আক্তার (১৮) কুড়িগ্রাম জেলার অলিপুর থানার কুরপুরা গ্রামের রাজু মিয়ার স্ত্রী। তিনি স্বামীর সঙ্গে শ্রীপুর পৌরসভার চন্নাপাড়া গ্রামের মতিউর রহমানের ভাড়া দেওয়া বাড়িতে থাকতেন। রাজু মিয়া শ্রীপুরের একটি পোশাক কারখানায় শ্রমিকের কাজ করেন।

নিহতের বোন আফরিন আক্তার ও স্থানীয়দের বরাত দিয়ে শ্রীপুর থানার উপপরিদর্শক (এস.আই) আবু রায়হান জানান, দুই মাস আগে পাশের গ্রামের রাজুর সঙ্গে বিয়ে হওয়ার পর থেকেই স্বামীর সাথে শ্রীপুরে থাকতেন আইরিন আক্তার। গত রাতে আইরিন আত্মহত্যা করছে বলে দেবর সাজু মারফত তার বোনকে জানানো হয়। পরে ঘটনাস্থলে গিয়ে লাশ দেখে পুলিশকে জানায় তারা। বিয়ের পর থেকে স্বামীর সঙ্গে আইরিনের তেমন বনিবনা হচ্ছিল না বলে দাবী করেন নিহতের বোন। লাশ উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম বলেন, সোমবার বিকেল থেকে সন্ধ্যার যেকোনো সময় বাথরুমের ভেতর গলায় ওড়না পেঁচিয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে আইরিন । নিহতের স্বজনদের দাবী,বিয়ের পর থেকে আইরিন স্বামীর সঙ্গে তেমন কথাবার্তা বলত না। স্বামীকে অপছন্দ করত। এসব কারণে হতাশাগ্রস্ত হয়ে “ওই গৃহবধূ আত্মহত্যা করে থাকতে পারে”বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। নিহতের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে পরবর্তী আইনগত পদক্ষেপ চলমান বলেও জানান তিনি।

সর্বশেষ খবর

শ্রীপুরে স্বামীর সাথে বনিবনা না হওয়ায় নববধূর আত্মহত্যা

Sat Sun Mon Tue Wed Thu Fri
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031