কালিয়াকৈর উপজেলার শ্রীফলতলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো: রফিকুল ইসলাম কে পুনঃবহাল করা হয়েছে।
১০ অক্টোবর শ্রীফলতলী ইউনিয়নের সভাপতি মোঃ রফিকুল ইসলামকে স্ব পদে পুনঃ বহাল করা হয়েছে।
২০২১ সনের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে, মোহাম্মদ রফিকুল ইসলাম স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করায়। বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রের নির্দেশনা মোতাবেক সভাপতি পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়।
দীর্ঘ সময় পর্যন্ত ভারপ্রাপ্ত সভাপতি দিয়ে চলছিল শ্রীফলতলী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম। ঢিলে ঢালা ভাবে চলমান সাংগঠনিক কার্যক্রম চলছিল বিধায়, বাংলাদেশ আওয়ামী লীগ গাজীপুর জেলা শাখা এবং উপজেলা শাখা, দলের কার্যক্রম বেগবান করার জন্য মোহাম্মদ রফিকুল ইসলামকে স্বপদে পুনঃ বহাল করেন।
এ ব্যাপারে রফিকুল ইসলামের সাথে কথা বলে জানা যায়, দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন কাজের ধারা বেগবান রাখতে, তৃনমুলের আওয়ামী লীগের ত্যাগী নেতাদের সংগঠিত করে গ্রামে গ্রামে উন্নয়নের বার্তা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই আমি কাজ করে যাব। অতীতে আমি চেয়ারম্যান থেকে কাজ করেছি। মানুষের সেবায় নিয়োজিত ছিলাম। তিনি প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এছাড়াও গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মাননীয় মুক্তিযোদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক এমপি এবং সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজ এমপি কে কৃতজ্ঞতা স্বরূপ ধন্যবাদ জ্ঞাপন করেন।
সাংগঠনিক কার্যক্রম বেগবান করার লক্ষ্যে আগামীকাল বিকেল চারটায় অস্থায়ী কার্যালয়ে আওয়ামী লীগ ও অংগ সংগঠনের এক জরুরী সভার আয়োজন করা হয়েছে।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকলকে একত্রিত করে,সকল ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে দল মনোনীত নৌকা মার্কার ভোট বৃদ্ধির কৌশল নির্ধারণ করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।