আলমডাঙ্গা মাদক বিরোধী অভিযানে ৮০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার সহ গ্রেফতার ৩ জন।
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানা এলাকায় আইন শৃংখলা ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে মাদকসহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ।
থানা অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথ এর নেতৃত্বে এসআই দেবাশিষ মহলদার সঙ্গীয় এএসআই মোঃ রাসেল তালুকদার, ফোর্সসহ থানা এলাকায় রাত্রী কালীন জরুরী আইন শৃংখলা ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে ০৯/২০/২০২৩/তারিখে সোমবার রাতে আনুমানিক ১১টার সময় আলমডাঙ্গা পৌর এলাকার বন্ডবিল মাঠপাড়া গ্রামের মোঃ সামাদ আলীর, রেলস্টেশন সংলগ্ন পুকুরের পশ্চিম পাশে রাস্তার উপর হতে ফরিদপুর দুয়ারপাড়ার মোঃ কুদ্দুস মোল্লার ছেলে মোঃ মামুন আলী(২৭), মুন্সিগঞ্জ মিস্ত্রি পাড়ার মোঃ খলিলের ছেলে মোঃ ইমন(১৯), কুষ্টিয়া উপজেলা গোস্বামী দুর্গাপুর ইউনিয়নে মাগুরা পাড়ার গ্রামের
মোঃ রহমান কারিগরের ছেলে মোঃ সোলাইমান হোসেন@পিন্টু(৩৫), কে অবৈধ মাদকদ্রব্য ৮০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ হাতে নাতে আটক করেন। এ ব্যাপারে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।