দামুড়হুদার বিভিন্ন এলাকায় হাশেম রেজার পথসভা ও নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠিত।
চুয়াডাঙ্গা ২ আসনের দামুড়হুদা উপজেলার বিভিন্ন এলাকায় জননেতা হাশেম রেজার পথসভা ও নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে পথসভা ও নির্বাচনী গণ সংযোগে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ উপ-কমিটির সদস্য জননেতা হাশেম রেজা ।
বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরে হাশেম রেজা বলেন, বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণমানুষের আস্থার ঠিকানা। প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বের কারণে এ দেশের অসহায় গৃহহীন মানুষ পেয়েছে তাদের শক্ত মজবুত, টেকসই আশ্রয়স্থল। শুধু দেশের মানুষ বললে ভুল হবে, প্রতিবেশী দেশ মায়ানমারের ১০ লক্ষেরও বেশি গৃহহীন মানুষকে দিয়েছেন আস্থার ঠিকানা, দিয়েছেন তাদের মুখের আহার। মানবতার মা জননেত্রী শেখ হাসিনার এ মহৎ উদ্যোগ অব্যাহত রাখতে নৌকার পতাকা তলে আসার কোন বিকল্প নেই।
আজ আমি একটি কথা বলতে চাই, কেন? আমি নৌকায় ভোট দিব? কেন আমি নৌকার পক্ষে ভোট চাইছি? দেখুন আজকের জামাত-বিএনপির খুলনা বিভাগীয় ব্যর্থ রোড মার্চ অনুষ্ঠিত হয়েছে। যারা আজকে রোড মার্চে অংশ নিচ্ছেন তাদেরকে বলতে চাই, আপনারা দুর্নীতিতে বার বার চ্যাম্পিয়ন হয়েছেন । এখন জনগণের আস্থা হারিয়ে কি করবেন ভেবে না পেয়ে ফালতু রোড মার্চ দেখিয়ে জনগণের মন জয় করা যাবে না। তাই আসুন ভাড়ে কর্পূর থাকলে নির্বাচনে আসুন। খেলা হবে নির্বাচনের মাঠে।
এ সময় হাসেম রেজার সাথে ছিলেন কুড়ুলগাছি ইউনিয়ন আঃলীগ নেতা হারুন অর রশিদ মোল্লা, সিরাজ শেখ, সাইদুর রহমান, বাবর আলী, ফকির মোহাম্মদ, কুড়ুলগাছি ইউপির ৫নং ওর্য়াড মেম্বার আশরাফুল হক, ৭নংওর্য়াড মেম্বার হারুন গুলজার, আবু বক্কর, আলফাজ উদ্দিন মন্টু, যুবলীগ নেতা দেলোয়ার হোসেন, আজাদ আলী, পিন্টু,কালু,হাইদার আলি,জহিরুল। ছাত্র লীগ নেতা রনজু আলামিন রকি সৌরভ শুভ, সুজন, সজিব, প্রমখ।