
নকল নয়- বেঞ্চে হাত রাখায় শিক্ষক কর্তৃক শিক্ষার্থীকে কটুক্তি ও খাতা কেড়ে নেওয়ার ঘটনায়, শিক্ষক লাঞ্ছিত-ঘটনায় তদন্ত কমিটি গঠন ।
চুয়াডাঙ্গা ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষক লাঞ্ছিত ঘটনায় গঠিত তদন্ত টিমের কার্যক্রম দ্রুত গতিতে এগিয়ে চলেছে। আজ-কালের মধ্যে প্রতিবেদন পেশ করা হতে পারে। অপরদিকে গতকাল দুপুর সরকারি বালিকা বিদ্যালয়ের সামনে শিক্ষকসহ ছাত্রীরা বিক্ষোভ প্রদর্শনের পাশাপাশি মানববন্ধন করে।
একাধীক সহপাঠি পরীক্ষার্থী সূত্রে জানা গেছে, নকল নয়, পরীক্ষা চলাকালীন সময়ে একজন পরীক্ষার্থী পেছনের বেঞ্চে হাত দিয়ে হেলান দেয়ার জের ধরে খাতা কেড়ে নেয়া এবং শিক্ষকের নিকট খাতা চাওয়ার সময় শিক্ষকের কটুক্তির ঘটনা ঘটে। এরপর ঘটে শিক্ষককে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনা। শিক্ষককে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনার পর পরই বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ উপস্থিত শিক্ষকমণ্ডলী বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি জেলা প্রশাসকের নিকট ঘটনার বর্ণনা দিয়ে প্রতিকার প্রার্থনা করেন।


যেহেতু বিদ্যালয়ের যে শিক্ষার্থী শিক্ষককে লাঞ্ছিত করেছে তার বয়স বিবেচনায় অপ্রাপ্ত বয়স্ক (শিশু)। দশম শ্রেণীর ছাত্র। লাঞ্ছিত শিক্ষকেরও পরিচয় প্রকাশে মর্যদার বিষয় রয়েছে। এ কারণে প্রতিবেদনে উভয়ের পরিচয় প্রকাশ থেকে বিরত থাকা হলো। তবে গত দুদিন ধরে বিদ্যালয়ের সিসি ক্যামেরায় ধারণকৃত শিক্ষার্থী কর্তৃক শিক্ষক লাঞ্ছিত হওয়ার ফুটেস সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়া হয়
ভিউ: ২০০