কালিয়াকৈরে ৯ দিনব্যাপী বিনামূল্যে ছাগলের পি পি আর ভ্যাকসিন প্রদান ক্যাম্পেইন সমাপ্ত।
কালিয়াকৈরে ছাগলের সংক্রামক ব্যাধির টিকা পিপিআর বিনামূল্যে প্রদান করা হয়েছে।কালিয়াকৈর উপজেলা প্রাণী সম্পদ অফিসের তত্ত্বাবধানে, শ্রীফলতলী ইউনিয়নের নয়টি ওয়ার্ডে পর্যায়ক্রমে বিনামূল্যে পিপিআর ভ্যাকসিন প্রদান করা হয়। উপজেলা উপ-সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ শাহজাহান মিয়ার তত্ত্বাবধানে শ্রীফলতলী ইউনিয়নের নয়টি ওয়ার্ডে টিকাদান কর্মসূচি পালন করা হয়।
ক্যাম্পেইন এর মাঠ পর্যায়ের ব্যবস্থাপনায় ছিলেন শ্রীফলতলী ইউনিয়ন প্রানী সম্পদের এলএসপি মোহাম্মদ মিজানুর রহমান।
উল্লেখ্য নেপাল থেকে আনা এই পি পি আর ভ্যাকসিনের প্রতি এম্পুলে ১০০টি ডোজ থাকে। উপজেলা প্রানী সম্পদের তথ্য মতে অত্র ইউনিয়নে ১৪২৭টি ছাগল/ভেড়াকে টিকা প্রদান করা সম্পন্ন হয়েছে।
মাঠ পর্যায়ে টিকা প্রদান করেন ভ্যাকসিনেটর আজগর আলী ও এ আই সাব্বির হোসেন।
৩০সেপ্টেম্বর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ আনুষ্ঠানিকভাবে সারা উপজেলায় এই ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ লুৎফর রহমান এর নির্দেশক্রমে উপজেলার প্রতিটি ইউনিয়নে বিনামূল্যে টিকাদান ক্যাম্পেইন পরিচালিত হয়।
১অক্টোবর থেকে ৯ অক্টোবর পর্যন্ত প্রতিটি ওয়ার্ডে পর্যায়ক্রমে টিকাদান প্রদান অনুষ্ঠিত হয়।ওয়ার্ড মেম্বারগন প্রতিটি ক্যাম্পেইনে সার্বিকভাবে সহযোগীতা করেন। ৯ নং ওয়ার্ড এর মেম্বার মো:আব্দুস সালাম সমাপ্তির ক্যাম্পেইনে উপস্থিত থেকে সার্বিক সহযোগীতা প্রদান করেন।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ লুৎফর রহমানের স্বাক্ষরিত তথ্য থেকে জানা যায় কালিয়াকৈর উপজেলার নয়টি ইউনিয়নে মোট ২৭২৮৬টি ছাগল /ভেড়াকে পি পি আর ভ্যাকসিন প্রদান করা হয়েছে।