বটিয়াঘাটা খুলনা সড়কে ইজিবাইক উল্টে ড্রাইভার সহ আহত ৩
৯/১০/সোমবার বিকাল ৩.৩০ মিনিটে বটিয়াঘাটা খুলনা সড়কের চক্রাখালি মোড় ও শোলমারি ব্রীজের মাঝামাজি মোড়ে ইজিবাইক উল্টে ড্রাইবার সহ আহত ৩ জন,
বটিয়াঘাটা হাসপাতাল ও ইজিবাইক ড্রাইভার মোঃ ইব্রাহিম শেখ ৩৬ মিতা-মোঃ সাদেক আলি শেখ, বাসা মোহাম্মদ নগর বলেন, , খুলনা গল্লামারি থেকে পানখালি গামি ইজিবাইক, মল্লিকের মোড় অতিক্রম করে শোলমারি ব্রীজের আগে মোড় ঘুরতে গেলে, ইজিবাইকের ব্যাটারির চার্জ কম থাকায় গারিড়ি উল্টে যায়, তখন আমি সহ আমার গাড়িতে থাকা ২ যাত্রি আহত হয়,৩ নং গঙ্গারামপুর ইউনিয়ের ৬ ওয়ার্ডে সাবেক মেম্বর রমেশ চন্দ্র মহালদার (খোকন) ৬৮ গুরুতর আহত হয়, তাহাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়,তিনি বর্তমানে খুলনা মেডকেল কলেজ হাতপাতালে চিকিৎসাধীন আছে, বটিয়াঘাটা ৫০ শয্যা হাসপাতালের ইমার্জেন্সি বিভাগের কর্মরত চিকিৎসক বলেন,৩ নং গঙ্গারামপুর ইউনিয়ের কাতিয়ানাংলা খালেক শেখ কে প্রাথমিক চিকিৎসা দেওয়ায় পর, বাড়ি নিয়ে যায়,ড্রাইভার মোঃ ইব্রাহীম ৩৬ কে প্রাথমিক চিকিৎসা দিয়েছি, ভুক্তভোগী দ্বয় তাদের চিকিৎসার ক্ষতিপূরণ দাবি করেন।
বটিয়াঘাটায় সাংবাদিক শাহীনের পিতার ইন্তেকাল বিভিন্ন সংগঠন এর শোকপ্রকাশ।
বাংলাদেশ প্রেসক্লাব বটিয়াঘাটা উপজেলার সাধারণ সম্পাদক দৈনিক আমার সংবাদ পত্রিকার বটিয়াঘাটা প্রতিনিধি ও সুরখালি ওায়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম শাহীনের পিতা মোঃমুনছুর আলী সেখ ইন্তেকাল করেছেন। গত রবিবার বিকাল তিন টায় বটিয়াঘাটা উপজেলার সুরখালি ইউনিয়নের রায়পুর গ্রামের নিজ বাসভবনে মারা যান তিনি। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৮০ বছর। জানা যায় দীর্ঘদিন বার্ধক্যজনিত করনে ভুগছিলেন তিনি।মৃত্যুকালে তিনি ২ ছেলে ৩ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
এদিকে তার মৃত্যুর খবর পেয়ে শোক প্রকাশ করেন বটিয়াঘাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আশরাফুল আলম খান সাধারণ সম্পাদক দীলিপ হালদার সহ উপজেলা আওয়ামী লীগ ও বটিয়াঘাটা উপজেলার সকল সাংবাদিক বৃন্দ।